TRENDING:

Camera: কোন ক্যামেরায় ভাল ছবি বা ভিডিও হবে ! কোন ক্যামেরা কেনা উচিত, রইল কিছু টিপস

Last Updated:
ক্যামেরা কিনবেন ভাবছেন ! কিন্তু বুঝতে পারছেন না ! বাজারে অনেক ব্র্যান্ড অনেক ক্যামেরা কিন্তু কোন ক্যামেরা আপনার জন্য ঠিক হবে বুঝতে পারছেন না ! তাহলে কিছু টিপস রইল আপনাদের জন্য
advertisement
1/7
কোন ক্যামেরায় ভাল ছবি বা ভিডিও হবে ! কোন ক্যামেরা কেনা উচিত, রইল কিছু টিপস
নতুন বছরে ছবি তোলার জন্য ক্যামেরা কিনবেন ভাবছেন ! কিন্তু বাজারে অনেক ব্র্যান্ড অনেক ক্যামেরা কিন্তু কোন ক্যামেরা আপনার জন্য ঠিক হবে বুঝতে পারছেন না ! তাহলে কিছু টিপস রইল আপনাদের জন্য
advertisement
2/7
ক্যামেরা কিনতে গেছেন সেখানে গিয়ে কনফিউজড হয়ে পড়েছেন ! বাড়ি থেকে ঠিক করে গেছেন ডিএসএলআর কিনবেন বলে কিন্তু বাজারে এখন ট্রেন্ডিং মিররলেস ক্যামেরা! কোনটি সঠিক আপনার জন্য !
advertisement
3/7
ডিএসএলআর কথার ফুল ফর্ম হল ডিজিটালই সিঙ্গেল লেন্স রিফ্লেক্ট ক্যামেরা। সহজ ভাষায় যা বোঝা যায় যেখানে প্রতিবিম্ব দেখে ছবি তোলা যায়। ক্যামেরার মেকানিজম তৈরি রিফ্লেক্ট প্রসেসে। সেখানে ভিউ ফাইন্ডার দিয়ে যে ছবি দেখা যায় সেটি ক্যামেরার ভেতরে লাগানো একটি আয়না এবং লেন্সের মধ্যে থাকা আয়নার মধ্যে রিফ্লেক্ট হয়ে তা দেখা যায় ভিউ ফাইন্ডারে। ডিএসএলআর ক্যামেরা পুরোটি প্রতিবিম্ব অর্থাৎ রিফ্লেকশন প্রসেসের উপর ভিত্তি করে তৈরি।
advertisement
4/7
মিররলেস ক্যামেরা মূলত ডিএসএলআর ক্যামেরার বিপরীত। এখানে ইলেকট্রনিক্যালি ক্যামেরা ছবি দেখতে পায়। এই ধরনের ক্যামেরার মধ্যে কোথাও প্রতিবিম্ব প্রক্রিয়া বা রিফ্লেকশন প্রসেস কাজ করে না। তার বদলে ইলেকট্রনিক ভিউ ফাইন্ডার দিয়ে ক্যামেরার সেটিংস অনুযায়ী সামনের জিনিস দেখা যায় ক্যামেরার মধ্যে। অত্যাধুনিক প্রক্রিয়ায় তৈরি এই মিররলেস ক্যামেরাকে ফিউচারস্টিক ক্যামেরা বলাও চলে।
advertisement
5/7
তাহলে কোন ক্যামেরা আপনার জন্য ভালো ডিএসএলআর না মিরারলেস! কোন ক্যামেরায় ভালো ছবি উঠবে ! সেই দিক থেকে দেখতে গেলে দুটো ক্যামেরাই অত্যাধুনিক। দুই ধরণের ক্যামেরাই ছবি এবং ভিডিও করতে সক্ষম।
advertisement
6/7
তবে যদি শুধুমাত্র ছবি তোলার কাজে ব্যবহার করতে হয় তাহলে ডিএসএলআর ক্যামেরার প্রতি যাওয়াই শ্রেষ্ঠ হবে। অপরদিকে যদি ইউটিউব ভিডিও বা ভ্লগ বানানোর কাজের জন্য ক্যামেরা কিনতে চান তাহলে মিররলেস ক্যামেরার দিকে নজর দেওয়াই শ্রেষ্ঠ হবে।
advertisement
7/7
সর্বশেষ মনে রাখার বিষয় যে কোনো ক্যামেরায় ভালো ছবি এবং ভালো ভিডিও করতে সক্ষম। তবে ছবি বা ভিডিও তা নির্ভর করে ক্যামেরার পিছনে যে ব্যক্তি রয়েছে তার উপরে। কারণ ছবি বা ভিডিও সেটি হচ্ছে একটি দৃষ্টিভঙ্গি। যে ব্যক্তি যেমনভাবে দেখবেন তার ছবি বা ভিডিও সেরকম ভাবেই হবে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Camera: কোন ক্যামেরায় ভাল ছবি বা ভিডিও হবে ! কোন ক্যামেরা কেনা উচিত, রইল কিছু টিপস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল