TRENDING:

Smart Phone Security: মোবাইলের স্পিড হঠাৎ স্লো? সাবধান! ৫টি লক্ষণ নজর করুন, ফোন হ্যাক হওয়া থেকে বাঁচুন

Last Updated:
কম্পিউটার কিংবা ল্যপটপ চালানোর সময় যদি দেখেন ইন্টারনেট খুব বেশি খরচ করছে, তাহলে সাবধান।
advertisement
1/6
মোবাইলের স্পিড হঠাৎ স্লো? সাবধান! ৫টি লক্ষণ দেখুন, ফোন হ্যাক হওয়া থেকে বাঁচুন
প্রযুক্তির উন্নতির সঙ্গে তাল মিলিয়ে দৌরাত্ম্য বাড়ছে সাইবার ক্রাইমের। দৌরাত্ম্য বাড়ছে ডার্ক ওয়েবের। সেজন্য ল্যাপটপ, স্মার্টফোনের মত গুরুত্বপূর্ণ ডিভাইসের সুরক্ষা নিয়ে ভাবার সময় এসেছে।
advertisement
2/6
অনেক সময় হ্যাকারদের হাত থেকে সুরক্ষায় অ্যান্টিভাইরাস ব্যবহার করলেও সুরক্ষিত থাকেনা। অনেকেই কম্পিউটার হ্যাক হয়েছে কিন্তু বুঝতে পারেন না। তবে কয়েকটি লক্ষণ দেখলে সচেতন হন।
advertisement
3/6
কম্পিউটার কিংবা ল্যপটপ চালানোর সময় যদি দেখেন ইন্টারনেট খুব বেশি খরচ করছে, তাহলে সাবধান। সিস্টেমে কিছু ম্যালওয়্যার থাকতে পারে। যা ডেটা সংগ্রহ করে সংগৃহীত ডেটা ইন্টারনেটের মাধ্যমে লিঙ্ক সার্ভারে পাঠায়।
advertisement
4/6
ব্যবহার করা ছাড়াই যদি কম্পিউটারে ওয়েবক্যামের লাইট জ্বলে থাকতে দেখা যায় তাহলে বুঝতে হবে অন্য কেউ কম্পিউটার অ্যাকসেস নিয়েছে।
advertisement
5/6
হঠাৎ কম্পিউটার যদি দেখেন স্বাভাবিকের থেকে ধীরে গতিতে চলছে এটি হ্যাক হওয়ার অন্যতম একটি লক্ষণ। যদি কম্পিউটারে অ্যাপ খুলতে বা ওয়েব পেজ লোডিং দীর্ঘ সময় লাগে, সেক্ষেত্রে আশঙ্কা রয়েছে কম্পিউটার সিস্টেম ম্যালওয়্যারের মাধ্যমে আক্রান্ত হয়েছে।
advertisement
6/6
হ্যাকাররা অনেক সময় নিজেদের শনাক্তকরণ এড়াতে অ্যান্টিভাইরাস প্রোগ্রামগুলো বন্ধ করেও দিয়ে থাকে। যদি সিস্টেমে অ্যান্টিভাইরাস হঠাৎই বন্ধ রয়েছে এমন দেখা যায় তাহলে কম্পিউটার হ্যাক হবার আশঙ্কা রয়েছে বুঝতে হবে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Smart Phone Security: মোবাইলের স্পিড হঠাৎ স্লো? সাবধান! ৫টি লক্ষণ নজর করুন, ফোন হ্যাক হওয়া থেকে বাঁচুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল