TRENDING:

এবার ফল দিয়ে করা যাবে মোবাইল রিচার্জ ! জানালেন গবেষকরা

Last Updated:
শুনতে অবাক লাগলেও এটা সত্যি।
advertisement
1/5
এবার ফল দিয়ে করা যাবে মোবাইল রিচার্জ ! জানালেন গবেষকরা
ফল দিয়ে মোবাইল রিচার্জ! শুনতে অবাক লাগলেও এটা সত্যি। গবেষকরা এমন একটি পদ্ধতি বার করেছে যার সাহায্যে কিছু ফল থেকে সহজেই এনার্জি উৎপন্ন করা যেতে পারে।
advertisement
2/5
গবেষনায় দেখা গিয়েছে যে ডিউরিয়ান ফ্রুট বা কাঁঠালে বর্জ্য থেকে এতোটি এনার্জি উৎপন্ন হয় যে তার থেকে সহজেই ফোন, ল্যাপটপ কিংবা দৈনন্দিন অন্যান্য গ্যাজেট চার্জ করতে পারবেন।
advertisement
3/5
এই ফলগুলির বর্জ্য অংশ তুলে এনে তাকে রূপান্তরিত করা হয় স্থায়ী কার্বন এরোজেলসে। প্রথমে ফলগুলিকে জলে ফোটান হয়, তারপর তাকে জমিয়ে শুকনো করে এই বর্জ্য অংশ সংগ্রহ করা হয়। এই কার্বন এরোজেলস হল খুবই হালকা ও সছিদ্র এক বস্তু। এটা দিয়েই ইলেকট্রোড তৈরি করা হয়।
advertisement
4/5
এই দুই ফল থেকেই ভাল সুপার-ক্যাপাসিটার তৈরি করা সম্ভব। এই দু'টি ফলকে নিয়েই এমন গবেষণা করার কারণ এগুলির ছিদ্রময়তা। গ্রাফিন থেকে প্রস্তুত দামি উপাদানকে কড়া প্রতিযোগিতায় ফেলে দিয়েছে এই দুই ফলের বর্জ্য থেকে তৈরি ।
advertisement
5/5
সিডনি বিশ্ববিদ্যালয়ের গবেষক অধ্যাপক ভিনসেন্ট গোমস বলেছেন যে এই মুহূর্তে প্রাকৃতিক ভাবে স্বাভাবিক সুপার-ক্যাপাসিটার থেকে উচ্চশক্তির এনার্জি স্টোরেজ ডিভাইস তৈরি করা প্রয়োজন, বিশেষ করে যেখানে ফসিলজাত জ্বালানির পরিমাণ ক্রমশ কমছে। সেই জায়গায় এই পদ্ধতিতে এনার্জি বাড়ালে বর্তমান চালু ব্যবস্থার একটা বিকল্প পথ তৈরি করা যাবে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
এবার ফল দিয়ে করা যাবে মোবাইল রিচার্জ ! জানালেন গবেষকরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল