Telegram-এ আসছে অনুবাদের ফিচার! জেনে নিন কীভাবে কাজ করবে এই ফিচার
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Telegram-এ অনুবাদের ফিচারটি অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা রিয়েল টাইমে সম্পূর্ণ চ্যাট, গ্রুপ এবং চ্যানেল অনুবাদ করতে পারবেন।
advertisement
1/7

এবার কি তবে আরও কঠিন প্রতিযোগিতার মুখে পড়তে চলেছে WhatsApp! অন্তত তেমনই ইঙ্গিত মিলছে। জানা গিয়েছে, Telegram-এ আসতে চলেছে অনেক দুর্দান্ত ফিচার।
advertisement
2/7
বেশ কিছুদিন ধরেই ভারতী নেট দুনিয়ায় Telegram-এর জনপ্রিয়তা বেড়েছে। সম্প্রতি এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপে কিছু নতুন ফিচার অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়া বেশ কিছু পরিবর্তনও করা হয়েছে। এই ফিচারগুলির একটি বিশেষ ফিচার হল ‘রিয়েল টাইম চ্যাট ট্রান্সলেশন’।
advertisement
3/7
তাছাড়া, অ্যাপটিতে প্রোফাইল পিকচার মেকার, ইমোজি ক্যাটাগরি, নেটওয়ার্ক এবং অটো সেভ মিডিয়ার মতো আরও কিছু ফিচার যুক্ত করা হয়েছে। ইতিমধ্যেই WhatsApp এবং Telegram-এর মধ্যে প্রতিযোগিতা রয়েছে। তার উপর Telegram আরও নতুন ফিচার যোগ করার ফলে সেই টক্কর জোরদার হতে চলেছে তা বলাই যায়।
advertisement
4/7
সর্বশেষ আপডেটের মাধ্যমে, Telegram-এ অনুবাদের ফিচারটি অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা রিয়েল টাইমে সম্পূর্ণ চ্যাট, গ্রুপ এবং চ্যানেল অনুবাদ করতে পারবেন। একবার এই ফিচারটি চালু হলে, এটি স্বয়ংক্রিয় ভাবে সমগ্র চ্যাট অনুবাদ করে দিতে পারবে।
advertisement
5/7
তবে চ্যাট, গ্রুপ এবং চ্যানেলের জন্য ঘোষিত এই রিয়েল-টাইম ট্রান্সলেশন ফিচারটি শুধুমাত্র প্রিমিয়াম ভার্সন ব্যবহারকারীরাই পেতে পারেন। অর্থাৎ এই ফিচারটি ব্যবহার করতে ব্যবহারকারীদের Telegram-এর প্রিমিয়াম সাবস্ক্রাইব করতে হবে।
advertisement
6/7
Telegram-এ রিয়েল-টাইম অনুবাদ ব্যবহার করতে গেলে ব্যবহারকারীদের একটি প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হবে। কোনও প্রিমিয়াম সদস্য তাঁর অ্যাপে রিয়েল-টাইম অনুবাদের ফিচার পেয়ে যাবেন। সাবস্ক্রিপশন কেনার পর, নিজের চ্যাট, গ্রুপ চ্যাট বা চ্যানেল খুলতে হবে। তারপর পেজের উপরের দিক থেকে ট্রান্সলেট বার এবং সার্চ বার খুঁজে বের করতে হবে। সেখানে একবার ট্যাপ করে পছন্দের ভাষা নির্বাচন করে নিতে হবে।
advertisement
7/7
ব্যবহারকারীরা যে ভাষায় অনুবাদ করতে চান তা নির্বাচন করতে হবে। এখানে ব্যবহারকারীরা আসল ভাষা দেখার অপশনও পাবেন। এর মাধ্যমে ব্যবহারকারীরা চ্যাটকে মূল ভাষায় রূপান্তরও করতে পারবেন প্রয়োজনে।