TRENDING:

Tech Tips: কত দিন ফোনের সিম বন্ধ থাকলে নম্বর অন্যের হয়ে যেতে পারে, জানেন কি?

Last Updated:
General Knowledge: অনেকেই জানেন না যে, নিজেদের ফোন নম্বর কত দিন বন্ধ থাকলে, তা অন্যের হয়ে যেতে পারে। এক নজরে দেখে নেওয়া যাক সেই বিষয়ে সমস্ত খুঁটিনাটি।
advertisement
1/8
কত দিন ফোনের সিম বন্ধ থাকলে নম্বর অন্যের হয়ে যেতে পারে, জানেন কি?
ফোন চালানোর জন্য প্রয়োজন হয় একটি সিমের। সেই সিম সবসময় চালু রাখার জন্য নিয়মিত রিচার্জ করতে হয়। আজকাল বেশিরভাগ মানুষই একাধিক সিম অর্থাৎ নম্বর ব্যবহার করে। কিন্তু, প্রাথমিকভাবে বেশিরভাগ মানুষ একটি মাত্র সিম ব্যবহার করে। এমন পরিস্থিতিতে অনেক সময় তারা দ্বিতীয় নম্বরে রিচার্জ করতে ভুলে যায়।
advertisement
2/8
এই বিষয়ে জেনে রাখা প্রয়োজন যে, এই নম্বরটি দীর্ঘ সময়ের জন্য বন্ধ থাকলে এটি অন্য ব্যক্তির কাছে স্থানান্তরিত হয়ে যেতে পারে। এর ফলে নিজেদের প্রয়োজনীয় নম্বর অন্যের হয়ে যেতে পারে। কিন্তু, অনেকেই জানেন না যে, নিজেদের ফোন নম্বর কত দিন বন্ধ থাকলে, তা অন্যের হয়ে যেতে পারে। এক নজরে দেখে নেওয়া যাক সেই বিষয়ে সমস্ত খুঁটিনাটি।
advertisement
3/8
আজকাল বেশিরভাগ মানুষই দুটি সিম ব্যবহার করে। এর মধ্যে একটি পরিবারের জন্য এবং অন্যটি কাজের জন্য। অনেক সময় অনেকেই এর চেয়ে বেশি সিম ব্যবহার করে বা দ্বিতীয় সিমটি শুধুমাত্র জরুরি হিসেবেই রেখে দেয়। যাঁরা দ্বিতীয় সিমটি শুধুমাত্র জরুরি সময়ের জন্য রাখেন, তাঁরা এটি দীর্ঘ সময়ের জন্য রিচার্জ করতে ভুলে যান।
advertisement
4/8
নিয়ম অনুযায়ী বন্ধ নম্বরটি অন্য ব্যক্তির কাছে স্থানান্তর করা হয়। কিন্তু, সবাই চান না যে তাঁদের নম্বর অন্যের হয়ে যাক। কারণ, কখনও এই নম্বরটি বিশেষ হয়, আবার কখনও কখনও এর সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ পরিষেবা সংযুক্ত থাকে।
advertisement
5/8
এই অবস্থায় সিম বন্ধ থাকলে এবং রিচার্জ না করলে কোম্পানিগুলো কত দিন কাউকে সেই সিমের পরিষেবা দেয় তা জানা খুবই জরুরি। এক নজরে দেখে নেওয়া যাক এর সঠিক উত্তর।
advertisement
6/8
সিম ট্রান্সফার করার আগে কোম্পানিগুলো অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। প্রথমত, যখন কেউ ৬০ দিনের জন্য সিমে কোনও রিচার্জ করবে না, তারপর সেই সিমটি নিষ্ক্রিয় করা হয়। এর পর ৬ থেকে ৯ মাস সময় দেওয়া হয়। যাতে সেই নম্বরটি রিচার্জ করে আবার চালু করা যায়।
advertisement
7/8
রিচার্জ করার পরও যদি কেউ সিম ব্যবহার না করে, তাহলে কোম্পানি অনেক সতর্কবার্তা দেয়। এরপরও সেই সিম ব্যবহার না হলে শেষ পর্যন্ত সিমের মেয়াদ শেষ করার প্রক্রিয়া শুরু করে কোম্পানি।
advertisement
8/8
তারপর কয়েক মাসের মধ্যে সেই সিম নম্বরটি অন্য ইউজারের কাছে স্থানান্তরিত করা হয়। এই প্রক্রিয়াটি এক বছর পর্যন্ত সময় নেয়। অর্থাৎ একজনের কাছ থেকে আরেকজনের কাছে সিম ট্রান্সফার করতে পুরো এক বছর সময় লাগে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Tech Tips: কত দিন ফোনের সিম বন্ধ থাকলে নম্বর অন্যের হয়ে যেতে পারে, জানেন কি?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল