TRENDING:

Exhaust Fan Overheating: রান্নাঘরের এগজস্ট গরম হলেই বন্দ হয়ে যায়? জানুন সহজে ঠিক করার উপায়

Last Updated:
Troubleshooting Your Exhaust Fan: এই সমস্যা সমাধানের জন্য প্রথমেই কোনও কারিগরকে ডাকার দরকার নেই। কারণ পাখাটি যে খারাপ হয়েছে, এমন নাও হতে পারে।
advertisement
1/8
রান্নাঘরের এগজস্ট গরম হলেই বন্দ হয়ে যায়? জানুন সহজে ঠিক করার উপায়
রান্নাঘরে অনেকেই এগজস্ট ফ্যান লাগান। অনেকে লাগান স্নানঘরেও। এগুলি ঘরের ভিতরের তেল, ময়লা বা দুর্গন্ধ বাইরে টেনে বের করে দেয়। কিন্তু অনেক সময় দেখা যায়, পাখা চলতে চলতে নিজে থেকেই বন্ধ হয়ে গেল। আচমকা সমস্যায় পড়তে হয় ব্যবহারকারীকে।
advertisement
2/8
এই সমস্যা সমাধানের জন্য প্রথমেই কোনও কারিগরকে ডাকার দরকার নেই। কারণ পাখাটি যে খারাপ হয়েছে, এমন নাও হতে পারে। ফলে প্রথমেই কারিগর না ডেকে কিছু সহজ উপায়ে এগজস্ট ফ্যান ঠিক করে নেওয়া যেতে পারে।
advertisement
3/8
যদি চলতে চলতে হঠাৎ কাজ করা বন্ধ করে দেয় এগজস্ট ফ্যান, তাহলে নিজেই কয়েকটি কাজ করে দেখে নিতে হবে, আদৌ পাখাটি চলবে, নাকি সত্যিই খারাপ হয়ে গিয়েছে। এজন্য সহজ কিছু কৌশল রয়েছে।
advertisement
4/8
১. রান্নাঘর এবং স্নানঘরে ইনস্টল করা এগজস্ট ফ্যানটি অনেক সময়ই ব্যবহারকারীর অসাবধানতায় নিজে থেকেই বন্ধ হয়ে যায়। এর জন্য দায়ী হতে পারে জেদি ময়লা। এগজস্ট ফ্যানটি ঠিক মতো ব্যবহার করতে চাইলে কোনও ভাবেই দিনের পর দিন ময়লা বসতে দেওয়া যাবে না। এগজস্ট ফ্যানের উপর ময়লা চেপে বসলে দ্রুত খারাপ হতে পারে।
advertisement
5/8
২. আবার অতিরিক্ত গরম হওয়ার কারণে এগজস্ট ফ্যান বন্ধ হয়ে যেতে পারে। রান্নাঘরের এগজস্ট ফ্যানে তেল এবং তার সঙ্গে ময়লা জমে থাকে। এই ভাবে চলতে চলতে পাখা অতিরিক্ত গরম হয়ে যেতে পারে। তখন তা কাজ করা বন্ধ করে দেয়।
advertisement
6/8
তাই রান্নাঘরের পাখা নিয়মিত সময় অন্তর পরিষ্কার করতে হবে। উপায়—
advertisement
7/8
গৃহস্থবাড়িতে খুব প্রয়োজনীয় জিনিস হল এই এগজস্ট ফ্যান। এই পাখা যদি ঠিক রাখতে হয়, তবে নির্দিষ্ট সময় অন্তর পরিষ্কার করতে হবে।
advertisement
8/8
শুধু তাই নয়, একই সঙ্গে এগজস্ট ফ্যানের মোটরের তেল ও গ্রিজিং করতে হবে মাঝে মধ্যেই। এতেই দীর্ঘদিন চলতে পারবে এগজস্ট ফ্যানটি। হঠাৎ বিগড়ে গিয়ে অহেতুক টাকা খরচ করাবে না।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Exhaust Fan Overheating: রান্নাঘরের এগজস্ট গরম হলেই বন্দ হয়ে যায়? জানুন সহজে ঠিক করার উপায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল