Facebook Tips: কে আপনার Facebook প্রোফাইল চেক করছে? দেখে নিন সহজেই
- Published by:Ananya Chakraborty
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Facebook Tips: কয়েকটি টিপস মেনে চললেই ফেসবুকের ইউজাররা জানতে পারবেন, কে তাঁদের প্রোফাইলের উপরে নজর রাখছেন।
advertisement
1/9

বর্তমানে আমরা প্রায় সকলেই সোশ্যাল মিডিয়াতে অনেকটা সময় ব্যয় করে থাকি। কারণ সোশ্যাল মিডিয়া এখন একে অপরের সঙ্গে যোগাযোগ রাখার একটি মাধ্যম হয়ে উঠেছে। এর মধ্যে সবথেকে জনপ্রিয় অ্যাপ হল ফেসবুক। এখানে ইউজাররা তাঁদের পেশাদার এবং ব্যক্তিগত উভয় তথ্যই আপডেট করেন।
advertisement
2/9
কিন্তু, কখনও কখনও ফেসবুকে ব্যক্তিগত এবং পেশাগত তথ্য শেয়ার করা ইউজারদের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। আসলে কেউ যদি ফেসবুক প্রোফাইল লক করে না রাখেন, তাহলে যে কেউ সেই শেয়ার করা তথ্য দেখতে পারেন। এর ফলে সেই ইউজার জানতে পারেন না, কে তাঁর ফেসবুক প্রোফাইল স্টক করছেন।
advertisement
3/9
কিন্তু, খুব সহজেই এই বিষয়ে জানা সম্ভব। কয়েকটি টিপস মেনে চললেই ফেসবুকের ইউজাররা জানতে পারবেন, কে তাঁদের প্রোফাইলের উপরে নজর রাখছেন।
advertisement
4/9
স্টকাররা যা করতে পারে - অপরাধপ্রবণ কোনও ব্যক্তি যদি স্টক করেন, তাহলে তিনি ইউজারদের ছবি, ভিডিও, ব্যক্তিগত এবং পেশাগত তথ্যের অপব্যবহার করতে পারেন। ফেসবুকের মাধ্যমে তথ্য চুরি করে অপরাধ সংঘটিত করা হচ্ছে, এমন খবর এখন প্রায়শই শোনা যাচ্ছে।
advertisement
5/9
এমন পরিস্থিতিতে, যাঁরা ফেসবুক প্রোফাইল স্টক করেনঁ তাদের সম্পর্কে ইউজারদের কাছে সম্পূর্ণ তথ্য থাকা উচিত। এক নজরে দেখে নেওয়া যাক সেই উপায়।
advertisement
6/9
স্টকার সম্পর্কে জানার উপায় - এর জন্য প্রথমেই ইউজারদের ডেস্কটপ বা ল্যাপটপে নিজেদের ফেসবুক প্রোফাইল ওপেন করতে হবে। এরপর ইউজারদের একসঙ্গে Control U তে ক্লিক করতে হবে। এরপর ইউজারদের সামনে ফেসবুকের ভিউপেজ ওপেন হয়ে যাবে।
advertisement
7/9
- এরপর ইউজারদের একসঙ্গে Control F-এ ক্লিক করতে হবে। এখানে ইউজারদের Buddy_id লিখতে হবে। এরপরে সার্চ করার পরে অনেকগুলি সার্চ দেখা যাবে। যার পাশে কোড দেখা যাবে। সেই কোড কপি করতে হবে।
advertisement
8/9
- এই সমস্ত প্রক্রিয়ার পরে একটি পৃথক ট্যাব খুলে Facebook.com/ লিখে সেই কোড পেস্ট করতে হবে। এরপর এন্টার অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে স্টকারের প্রোফাইল ইউজারদের সামনে চলে আসবে।
advertisement
9/9
এই বিষয়ে জেনে রাখা প্রয়োজন যে, এই প্রক্রিয়াটির মাধ্যমে ইউজাররা কেবলমাত্র সেই ব্যক্তিদের সম্পর্কে তথ্য পাবেন, যাঁরা ফেসবুকে তাঁদের ফ্রেন্ড লিস্টে রয়েছেন। যদি কোনও ব্যক্তি বন্ধু তালিকায় না থাকেন এবং তিনি ফেসবুক প্রোফাইল স্টক করেন, তাহলে ইউজাররা তাঁর তথ্য পাবেন না।