Tech Tips: রাতভর ফোন চার্জে দিয়ে ঘুমান? কী বড় বিপদ ডেকে আনছেন কল্পনাও করতে পারবেন না
- Published by:Ananya Chakraborty
- trending-desk
- Reported by:Trending Desk
Last Updated:
Overnight Phone Charging: যদিও সমস্ত ইলেকট্রনিক ডিভাইসের মতো স্মার্টফোনেরও সঠিক যত্নের প্রয়োজন রয়েছে। এর মধ্যে অন্যতম হল - সময়ে ফোনে চার্জ দেওয়া।
advertisement
1/7

আজকের যুগে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে স্মার্টফোন। বলা ভাল যে, স্মার্টফোন ছাড়া নিজেদের দৈনন্দিন জীবনের কথা স্বপ্নেও ভাবা যায় না। অর্থাৎ স্মার্টফোন ছাড়া আমাদের জীবন অচল। যদিও সমস্ত ইলেকট্রনিক ডিভাইসের মতো স্মার্টফোনেরও সঠিক যত্নের প্রয়োজন রয়েছে। এর মধ্যে অন্যতম হল - সময়ে ফোনে চার্জ দেওয়া।
advertisement
2/7
এমনিতে ফোনে চার্জ দিয়ে রাখা অত্যন্ত জরুরি। তবে ফোন চার্জ দিতে হবে সঠিক উপায়ে। আসলে আমরা অজান্তেই ফোন চার্জ করার সময় কিছু ভুল করে ফেলি। যার প্রভাব পড়ে ফোনের ব্যাটারি লাইফ বা ব্যাটারির আয়ুর উপর।
advertisement
3/7
শুধু তা-ই নয়, ক্ষতিগ্রস্ত হয় ডিভাইসের পারফরম্যান্স বা কার্যকারিতাও। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে, অনেকেই সারা রাত ধরে ফোন চার্জে বসিয়ে রেখে ঘুমিয়ে পড়েন। এতে ফোন চার্জিং তো হয়ই, কিন্তু হিতে বিপরীত হতে পারে। আসলে সারা রাত ফোন চার্জ করার জন্য ফোনের ব্যাটারি লাইফের উপর প্রভাব পড়ে।
advertisement
4/7
আধুনিক স্মার্টফোনে প্রাথমিক ভাবে ব্যবহার করা হয় রিচার্জেবল লিথিয়াম-আয়ন ব্যাটারি। যদিও এই ব্যাটারিগুলি অত্যন্ত উন্নত এবং কার্যকর। তবে এই ব্যাটারিগুলির কিছু নির্দিষ্ট সীমাবদ্ধতা থাকে। উদাহরণস্বরূপ বলা যায় যে, ধরা যাক, ব্যবহারকারী ফোন পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার পরে চার্জে বসান। তবে এর প্রভাব পড়ে ফোনের ব্যাটারি এবং ডিভাইসের কার্যকারিতার উপর।
advertisement
5/7
এখানেই শেষ নয়, ঘণ্টার পর ঘণ্টা অনেকেই স্মার্টফোন চার্জে বসিয়ে রাখেন। ১০০ শতাংশ চার্জ পূরণ হয়ে যাওয়া সত্ত্বেও চার্জ থেকে ফোন সরান না। সেক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে ব্যাটারির ক্ষমতা বা ক্যাপাসিটি কমে যেতে শুরু করে। যার জেরে ফোনে ওভারহিটিংয়ের সমস্যা দেখা দেয়। এর ফলে ফোনে বিস্ফোরণের আশঙ্কাও কয়েক গুণ বেড়ে যায়। এর ক্ষতিকর প্রভাব পড়ে ফোনের পারফরম্যান্সের উপরেও।
advertisement
6/7
তাই বিশেষজ্ঞরা পরামর্শ দিয়ে থাকেন যে, প্রয়োজনের তুলনায় বেশি সময় ধরে স্মার্টফোন প্লাগ-ইন করে রাখা চলবে না। অর্থাৎ প্রয়োজনের তুলনায় বেশি ফোন চার্জ করা চলবে না। একবার চার্জ ১০০ শতাংশ বা পুরোপুরি চার্জড হয়ে গেলে তা আনপ্লাগ করতে ভুললে চলবে না।
advertisement
7/7
তবে আজকাল আবার কিছু স্মার্টফোনে এমন ফিচার দেওয়া হয়। আর সেই ফিচারের জেরে ব্যাটারি ফুল হয়ে গেলে চার্জিংও স্বয়ংক্রিয় বা অটোমেটিক ভাবে বন্ধ হয়ে যাবে। তবে RTÉ-র মতে, এই আধুনিক সিস্টেম কিন্তু সব সময় ভরসাযোগ্য বা নির্ভরযোগ্য হয় না। বরং ডিভাইস ম্যানুয়াল ভাবে আনপ্লাগ করাই একমাত্র পথ।