Ceiling Fan Cleaning: প্রচুর ময়লা জমেছে? এই কায়দায় পরিষ্কার করলে সিলিং ফ্যান ঘুরবে একেবারে ঝড়ের বেগে!
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Ceiling Fan Cleaning Tips: ময়লা জমার কারণে হাওয়াও ঠিক মতো পাওয়া যায় না! অথচ বিনা খরচেই এই সমস্যা দূর করা সম্ভব।
advertisement
1/5

আজকাল গ্রীষ্মের মরশুমে ঘরে ঘরে কুলার এবং এয়ার কন্ডিশনার ব্যবহার করলেও সিলিং ফ্যান কিন্তু অপরিহার্য। কিন্তু ব্যবহার করতে করতে দেখা যায় যে, সিলিং ফ্যান এবং ব্লেডে ময়লা জমে একেবারে কালো হয়ে গিয়েছে। সেটা সাজানো-গোছানো সুন্দর ঘরে দৃষ্টিকটু তো বটেই! সেই সঙ্গে ময়লা জমার কারণে হাওয়াও ঠিক মতো পাওয়া যায় না! ফলে মনে হয় যে, পাখাটি খারাপ হয়ে গিয়েছে।
advertisement
2/5
এমনকী তা সারানোর জন্য মেকানিককে ডাকা হয়। ফলে পকেটের উপর ভালই চাপ পড়ে। অথচ বিনা খরচেই এই সমস্যা দূর করা সম্ভব। কিন্তু কীভাবে? সেটাই দেখে নেওয়া যাক এই প্রতিবেদনে। ফ্যান ব্যবহার করতে করতেই ময়লা জমে ঠিকই, কিন্তু বন্ধ থাকলেও তাতে ময়লা জমে। কিন্তু কেন? এই প্রশ্নটা অনেকের মনেই জেগেছে নিশ্চয়ই!
advertisement
3/5
আসলে বায়ুমণ্ডলে রয়েছে ধুলোর স্তর। আর বাতাসে ভাসমান সেই ধূলিকণা বিভিন্ন বস্তুর উপর জমতে শুরু করে। আর ফ্যানের ব্লেড কিংবা ফ্যান দীর্ঘ সময় ধরে পরিষ্কার না করা হলে তাতে প্রচুর ময়লা জমতে বাধ্য! ফ্যানের ব্লেডে ময়লা জমলে কী কী হতে পারে? সিলিং ফ্যানের ব্লেডে যদি ময়লা জমে, তাহলে তা ভাল করে ঘুরতে পারে না। যার ফলে ঠিক করে হাওয়া পাওয়া যায় না। সেই সঙ্গে ঘরের কুলার এবং এয়ার কন্ডিশনারের ঠান্ডা হাওয়ায় সঠিক ভাবে ঘরের প্রত্যেকটি কোণায় পৌঁছয় না।
advertisement
4/5
এমন পরিস্থিতিতে তীব্র তাপদাহের মরশুমে গরমের হাত থেকে স্বস্তি পাওয়া যায় না। ফ্যানের ব্লেড কীভাবে পরিষ্কার করা উচিত? সিলিং ফ্যানের ব্লেডে ময়লা জমে থাকলে সাধারণ জলে একটি কাপড় ভিজিয়ে তা পরিষ্কার করে নেওয়া যেতে পারে। তবে যদি ফ্যানের ব্লেডে অতিরিক্ত ময়লা জমে থাকে, তাহলে জলের মধ্যে কস্টিক সোডা মিশিয়ে গরম করে একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে।
advertisement
5/5
এবার সেই মিশ্রণে পরিষ্কার কাপড় ভিজিয়ে নিয়ে ঘষে ঘষে ফ্যান ও ব্লেড পরিষ্কার করতে হবে। এতে করে ফ্যানের ব্লেড সম্পূর্ণ রূপে পরিষ্কার হয়ে যাবে এবং ফ্যান হয়ে উঠবে নতুনের মতো ঝকঝকে। আর ঠান্ডা হাওয়াও আসবে একেবারে ঝড়ের মতো!