Table Fan Or Ceiling Fan: সিলিং ফ্যান না টেবিল ফ্যান! কিসের হাওয়া ঠান্ডা বেশি, এই নিয়ম মানলে হবে ম্যজিক
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Table Fan Or Ceiling Fan: কিন্তু কোথাও গিয়ে শুরু একটা দ্বন্দ্ব৷ কোন ফ্যানে এই দারুণ গরম থেকে মুক্তি মিলবে? টেবিল ফ্যান না সিলিং ফ্যান?
advertisement
1/5

গ্রীস্মের দুপুরে এখন ত্রাহিত্রাহি রব উঠছে গরমে! এসিতে গরম কমলেও অনেকসময়েই সারাক্ষণের জন্য ভরসা করতে হয় ফ্যানে৷ কিন্তু কোথাও গিয়ে শুরু একটা দ্বন্দ্ব৷ কোন ফ্যানে এই দারুণ গরম থেকে মুক্তি মিলবে? টেবিল ফ্যান না সিলিং ফ্যান?
advertisement
2/5
এমনই এক প্রশ্নের মুখে দাঁড়িয়ে প্রথম যা বিচার করতে হয়, তা হলে, টেবিল ফ্যান বা ওয়াল ফ্যান না সিলিং ফ্যান, কোনটি আপনাকে শান্তি দেবে এই গরমে৷ সিলিং ফ্যানের হাওয়া বেশি ঠান্ডা না টেবিল বা ওয়াল ফ্যানের?
advertisement
3/5
সিলিং ফ্যান সাধারণত মাথার উপরে থাকে, এর ফলে এই ফ্যানের হাওয়া চারিদিকে ছড়িয়ে পড়ে৷ এর ফলে একটি ঘরের মধ্যে চারিদিকে হাওয়া হয়৷ উল্টোদিকে টেবিল ফ্যান অপেক্ষাকৃত ছোট ব্লেডের৷ ফলে এর হাওয়ার এলাকাও কম৷
advertisement
4/5
তবে ঠান্ডা হাওয়ার ভিত্তিতে বিচার করলে কিন্তু সিলিং ফ্যানের থেকে টেবিল ফ্যান অনেকটা এগিয়ে থাকবে৷ কারণ, সিলিং ফ্যানে থাকে সিলিংয়ে, তীব্র রোদের সেই সিলিং গরম হয়ে থাকে৷ আর সেই গরম হাওয়া ছড়িয়ে পড়ে ঘরে৷
advertisement
5/5
আর তাতেই ঘরের হাওয়া আরও বেশি গরম হয়ে পড়ে৷ কিন্তু টেবিল ফ্যানের ক্ষেত্রে সেটি প্রযোজ্য নয়৷ টেবিল ফ্যান ঘরের মধ্যেই হাওয়াকে সার্কুলেট করে৷ আর সেই হাওয়া ছাদের গরম থেকে মুক্ত৷ ফলে সেই হাওয়া কিছুটা ঠান্ডা হয়৷