TRENDING:

Swiggy-তে সবথেকে বেশি কোন খাবার অর্ডার হয় জানেন !

Last Updated:
Swiggy-তে সবথেকে বেশি কোন খাবার অর্ডার হয় জানেন ? শুনলে অবাক হবেন
advertisement
1/6
Swiggy-তে সবথেকে বেশি কোন খাবার অর্ডার হয় জানেন !
আজকাল নিজের বাড়িতে বসে নিজের পছন্দের খাবার আনানো খুব সহজ হয়ে গেছে। এর জন্য বেশি কিছু করতে হয় না, ফোনে ফুড ডেলিভারি অ্যাপ ওপেন করুন আর নিজের পছন্দের খাবার অর্ডার দিয়ে দিন।
advertisement
2/6
ঠিক কোন ধরনের খাবার বেশি অর্ডার দেন ক্রেতারা সেটা কি জানেন? সবাই মনে করে যে ক্রেতারা সব থেকে বেশি ফাস্টফুড অর্ডার করে। কিন্তু Swiggy-র রিপোর্ট অন্য কিছু বলছে।
advertisement
3/6
এই সপ্তাহে Swiggy নিজের ৫ বছর পুরন করেছে। ২০১৪ সাথে শুরু হয়ে ছিল Swiggy। এই ৫ বছরে দেশের 290-টি শহরে ছরিয়ে পড়েছে Swiggy।
advertisement
4/6
Swiggy জানিয়েছে এই ৫ বছরে তাঁরা সব থেকে বেশি অর্ডার পেয়েছে বিরিয়ানির, পিজা বা বার্গার নয়। প্রত্যেক ৪৫টি অর্ডারের মধ্যে একটি অর্ডার হয় বিরিয়ানির। দ্বিতীয় নম্বরে রয়েছে ধোসা আর তারপর রয়েছে বার্গার।
advertisement
5/6
মিষ্টির মধ্যে সবথেকে অর্ডার হয়েছে গুলাবজামুন। এরপরেই রয়েছে রসমালাই। আর পানীয়র মধ্যে সবথেকে বেশি অর্ডার হয়েছে কফি।
advertisement
6/6
আরও একটি তথ্য সামনে এসেছে, সেটা হল যে আমিষের থেকে নিরামিষ খাবার সব থেকে বেশি অর্ডার হয়েছে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Swiggy-তে সবথেকে বেশি কোন খাবার অর্ডার হয় জানেন !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল