TRENDING:

Suzuki Alto For Japan: অল্টো আর আগের মতো নেই! 'মধ্যবিত্তের চারচাকা' এখন রূপ বদলে পরম সুন্দরী

Last Updated:
Suzuki Alto For Japan: অল্টো আর মধ্যবিত্তের চারচাকা নেই। দেখে চিনতে পারবেন না।
advertisement
1/5
অল্টো আর আগের মতো নেই! 'মধ্যবিত্তের চারচাকা' এখন রূপ বদলে পরম সুন্দরী
লোকে বলে, মধ্যবিত্তের চারচাকা। তবে এখন আর সেই অল্টো নেই। মধ্যবিত্তের সেই গাড়ি এখন রূপ বদলে সুন্দরী হয়েছে। তবে সেটা এদেশের জন্য নয়। জাপানে নতুন ডিজাইনের অল্টো (Alto) লঞ্চ করেছে সুজুকি।
advertisement
2/5
এক্সটিরিয়র ও ইন্টিরিয়রে অনেক বদল করা হয়েছে। এক কথায় বলতে গেলে, ভারতের বাজারে যে অল্টো রয়েছে তার সঙ্গে জাপানের মডেলের অনেক তফাত। জাপানের লঞ্চ হওয়া অল্টোতে সাত ইঞ্চির টাচ স্ক্রিন থাকছে।
advertisement
3/5
জাপানে রিলিজ হওয়া অল্টোর কেবিন একেবারে আলাদা ডিজাইনের। গাড়ির কেবিনে জায়গাও রয়েছে কিছুটা বেশি। তা ছাড়া রয়েছে অত্যাধুনিক সব ফিচার্স।
advertisement
4/5
গাড়ির সামনের অংশে ব্যাপক পরিবর্তন করা হয়েছে। ডিজাইন বদলেছে অল্টো-র পিছনের অংশেরও।
advertisement
5/5
নতুন ডিজাইনের এই অল্টোর কেবিনের ড্যাশবোর্ড লে-আউট একেবারে বদলে দেওয়া হয়েছে। সেইসঙ্গে ইন্টিরিয়র ও সিট-এর ক্ষেত্রেও অনেক বদল রয়েছে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Suzuki Alto For Japan: অল্টো আর আগের মতো নেই! 'মধ্যবিত্তের চারচাকা' এখন রূপ বদলে পরম সুন্দরী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল