TRENDING:

Suzuki Avenis 125: মাখনের মতো ইঞ্জিন স্মুথনেস, সুজুকি-র এই নতুন স্কুটির ডিজাইন দেখলেই পছন্দ হবে

Last Updated:
Suzuki Avenis 125: এমনিতেই মাখনের মতো স্মুথ ইঞ্জিন তৈরির জন্য নামডাক রয়েছে সুজুকির। এবার এই নতুন স্কুটি দেখুন।
advertisement
1/6
মাখনের মতো ইঞ্জিন স্মুথনেস, সুজুকি-র এই নতুন স্কুটির ডিজাইন দেখলেই পছন্দ হবে
মাখনের মতো স্মুথ ইঞ্জিন প্রস্তুত করার জন্য এমনিতেই নাম-ডাক রয়েছে জাপানি টু হুইলার প্রস্তুতকারক সংস্থা সুজুকি আরও একটি নতুন স্কুটি আনল ভারতের বাজারে।
advertisement
2/6
সুজুকি বার্গম্যান স্ট্রিট, এক্সেস ১২৫ স্কুটি দুটি এমনিতেই ভারতের বাজারে দারুন হিট। আর এবার আভেনিস ১২৫ স্কুটি লঞ্চ করল সুজুকি। এই স্কুটির ডিজাইন বেশ নজরকাড়া।
advertisement
3/6
TVS-এর NTorq-এর সঙ্গে ডিজাইনে বেশ মিল রয়েছে Suzuki Avenis 125-এর। মোটো স্কুটারের আদলে এই স্কুটির ডিজাইন করেছে সুজুকি। স্পোর্টি লুক অল্পবয়সীদের বেশ পছন্দ হতে পারে।
advertisement
4/6
সুজুকি ১২৫ সিসি স্কুটি সেগমেন্ট-এ বেশ প্রশংসা কুড়িয়েছে। অ্যাভেনিস স্কুটিতেও ১২৫ সিসি ইঞ্জিন থাকবে। এবারে বার্গম্যান বা অ্যাক্সেস-এর মতোই।
advertisement
5/6
অ্যাভেনিস-এ সুজুকি রাইড কানেক্ট অ্যাপ কানেক্ট করার সুবিধা থাকবে। ফলে স্মার্টফোনের সঙ্গে পেয়ার করে এসএমএস, হোয়াটসঅ্যাপ, ইনকামিং এবং মিসড কল অ্যালার্ট, নেভিগেশন পাবেন রাইডার। এছাড়া ইউএসবি চার্জিং সকেট থাকবে। লং রাইডে গেলে যা কি না ভীষণ কাজের জিনিস।
advertisement
6/6
Suzuki Avenis 125-এর দাম রাখা হয়েছে ৮৬,৭০০ টাকা। স্পোর্টস এডিশন নিলে দাম পড়বে ৮৭,০০০ টাকা। অর্থাত্ মাত্র তিনশো টাকা বেশি। তা হলে আর দেরি কেন!
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Suzuki Avenis 125: মাখনের মতো ইঞ্জিন স্মুথনেস, সুজুকি-র এই নতুন স্কুটির ডিজাইন দেখলেই পছন্দ হবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল