সূর্যে বিস্ফোরণের আগুন ছড়াল ২ লক্ষ কিলোমিটার! ছাইভস্ম পড়তে পারে পৃথিবীতে? ভয়ে কাঁটা বিজ্ঞানীরা
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
তরঙ্গ যদি পৃথিবীর দিকে ধেয়ে আসে, তা হলে রেডিও যোগাযোগে প্রভাব পড়তে পারে
advertisement
1/5

সূর্যে বিস্ফোরণের বিপুলতা এতই বেশি যে তা নিয়ে কার্যত চিন্তায় পড়ে গিয়েছেন বিজ্ঞানীরা৷ সম্প্রতি সূর্য়ে একটি ইরাপশন বা উদগীরণ হয়, যেটিতে যে ফিলামেন্ট তৈরি হয়েছে, সেই ফিলামেন্টের দৈর্ঘ্য ছিল ২ লক্ষ কিলোমিটার৷
advertisement
2/5
সূর্যের দক্ষিণ হেমিস্ফেয়ারে এই ঘটনা ঘটেছে৷ বিজ্ঞানীদের চোখে ধরা পড় এই ঘটনা নিয়ে তাঁরা বলেছেন, এর ফলে যে বিপুল পরিমাণে ছাই-ভস্ম তৈরি হয়েছে, সেগুলি ধেয়ে আসছে পৃথিবীর দিকে৷ এসওএইচও পর্যবেক্ষণ কেন্দ্রের তরফ থেকে এই দাবিই করা হয়েছে৷
advertisement
3/5
বিজ্ঞানীরা জানিয়েছেন, এই দৈত্যাকার সৌর কলঙ্কটির নাম এআর৩১১২, সেটি এখনও স্থির অবস্থায় পৌঁছয়নি৷ মনে করা হচ্ছে, এটিতে বিস্ফোরণ হতে পারে৷
advertisement
4/5
এর ফলে ৬০ শতাংশ সম্ভাবনা রয়েছে এটি থেকে এম শ্রেণির ফ্লেয়ার বার হাওয়ায়, আর ৩০ শতাংশ রয়েছে এক্স শ্রেণির ফ্লেয়ার বার হওয়ার৷
advertisement
5/5
এই উদীগরণ সরাসরি পৃথিবীর দিকে মুখ করে ঘটছে৷ এর আগেও একাধিকবার উল্লেখ করা হয়েছে, সূর্য থেকে ফ্লেয়ার বা তরঙ্গ যদি পৃথিবীর দিকে ধেয়ে আসে, তা হলে রেডিও যোগাযোগে প্রভাব পড়তে পারে, বিদ্যুৎ যোগাযোগেও প্রভাব পড়তে পারে৷