TRENDING:

Summer: গাড়ির কোন কোণে বোতল রাখলে ঘণ্টার পর ঘণ্টা জল থাকবে ঠান্ডা কুল, শান্তিতে মিটবে তৃষ্ণা

Last Updated:
Tech News: আর গরমে বারবার এতটাই তেষ্টা পায় যে সব সময় জলের বোতল সঙ্গে নিয়ে থাকতে হয়৷ কিন্তু বাইরের গরমের তুলনায় সেই ঠান্ডা জল কতক্ষণ ঠান্ডা রাখা সম্ভব?
advertisement
1/8
গাড়ির কোন কোণে বোতল রাখলে ঘণ্টার পর ঘণ্টা জল থাকবে ঠান্ডা কুল?
দেশের বিভিন্ন প্রান্তেই এখন গরম৷ দিন দিন গরম বাড়ছে৷ তবে দেশে বেশিরভাগ সময়ই গ্রীষ্মকাল অনুভূত হয়৷
advertisement
2/8
অনেকের কাজের সূত্রে অনেক ঘোরাঘুরি করতে হয়৷ এই গরমেও দিনভর গাড়ি নিয়ে এদিক থেকে ওদিক যেতে হয় কাজের জন্য৷ ফলে গাড়িতেই থাকে জলের বোতল৷ কিন্তু এই গরমে গাড়িতে থাকা বোতলের জল গরম হয়ে ওঠে৷
advertisement
3/8
আর গরমে বারবার এতটাই তেষ্টা পায় যে সব সময় জলের বোতল সঙ্গে নিয়ে থাকতে হয়৷ কিন্তু বাইরের গরমের তুলনায় সেই ঠান্ডা জল কতক্ষণ ঠান্ডা রাখা সম্ভব?
advertisement
4/8
তীব্র দাবদাহের কারণে গাড়ির জল নিমেষেই গরম হয়ে যায়৷ ফলে গাড়িতে থাকা বোতলের জল হয়ে যায় খুবই গরম, যা খেয়ে তেষ্টা মেটে না৷
advertisement
5/8
সাধারণত গাড়িতে জলের বোতল রাখায় জায়গা রয়েছে৷ কিন্তু সেখানে রাখলেই কী জল ঠান্ডা থাকবে? মোটেই নয়৷ আপনাদের এমন এক জায়গার কথা বলব যেখানে জল রাখলে থাকবে ঠান্ডা কুল কুল৷
advertisement
6/8
গাড়ির মধ্যে এসির ভেন্ট যেখানে রয়েছে, তার মুখোমুখি রাখুন জলের বোতল৷ অর্থাৎ এসির ঠান্ডা হাওয়া যেন সরাসরি পায় আপনার জলের বোতল৷
advertisement
7/8
এর ফলে গাড়ির ঠান্ডায় জলের বোতলও ঠান্ডা থাকবে৷ গরমে সেই জল খেয়ে আপনি শান্তি পাবেন৷
advertisement
8/8
এই জায়গাটা হতে পারে আপনার গাড়ির সেন্ট্রাল কনসোল৷ সেখানে কাপ হোল্ডার থাকে৷ এই জায়গায় এসির হাওয়া আসে পর্যাপ্ত৷ ফলে এখানে জলের বোতল রাখলে অনেকক্ষণই গাড়িতে থাকা জল থাকবে ঠান্ডা৷
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Summer: গাড়ির কোন কোণে বোতল রাখলে ঘণ্টার পর ঘণ্টা জল থাকবে ঠান্ডা কুল, শান্তিতে মিটবে তৃষ্ণা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল