TRENDING:

ফ্যানের চেয়েও সস্তা...! এই মিনি কুলারের দাম ১ হাজার টাকারও কম, শিগগিরই ঘরে আনুন! নইলে শেষ হয়ে যাবে 'অফার'

Last Updated:
Summer Tips: ঝটপট দেখে নিন এই নতুন সমাধানটি। এই সমাধানেই হাসি ফুটবে বাড়ির সকলের মুখে। ই-কমার্স ওয়েবসাইট অ্যামাজন বা ফ্লিপকার্টে এবার এমন কিছু অফার এসেছে যা দুর্ধর্ষ!
advertisement
1/7
ফ্যানের চেয়েও সস্তা...! এই মিনি কুলারের দাম ১ হাজার টাকারও কম, শিগগিরই ঘরে আনুন!
সস্তা কুলার: গরমের আঁচ পড়া শুরু হয়ে গিয়েছে। আগামী কয়েকমাস যে হাঁসফাঁস করতে হবে . এমন পরিস্থিতিতে, আপনি যদি নতুন কুলার বা ফ্যান কেনার পরিকল্পনা করে থাকেন, তবে এটাই সুবর্ণ সুযোগ।
advertisement
2/7
ঝটপট দেখে নিন এই নতুন সমাধানটি। এই সমাধানেই হাসি ফুটবে বাড়ির সকলের মুখে। ই-কমার্স ওয়েবসাইট অ্যামাজন বা ফ্লিপকার্টে এবার এমন কিছু অফার এসেছে যা দুর্ধর্ষ।
advertisement
3/7
আজ এই প্রতিবেদনে আমরা আপনাকে ১০০০ টাকার কম দামের একটি মিনি কুলার সম্পর্কে বলতে চলেছি যা গরমে ফ্যানের চেয়েও বেশি ঠান্ডা ও আরামদায়ক প্রমান করতে পারে নিজেকে।
advertisement
4/7
ZNOWIQZ-এর MiNi CoolEr ForR RoOm CoolInG: এই মিনি রুম কুলারটি ই-কমার্স ওয়েবসাইট Amazon-এ খুব কম দামে পাওয়া যাচ্ছে। এতে ৭৪ শতাংশ ছাড়ের অফারও রয়েছে। আর তাতেই মাত্র ৭৭৭ টাকা খরচ করে আপনি এটিকে আপনার আপন করে নিতে পারেন।
advertisement
5/7
জেনেরিক MiNi CoolEr: এই মিনি কুলারটি ৭৪ শতাংশ ছাড়ে দেওয়া হচ্ছে। অফারে এর দাম মাত্র ৯৯৮ টাকা। অফারটি প্রয়োগ করার পরে, আপনি ডিলে আরও ৩০ টাকা পর্যন্ত ক্যাশব্যাকও পেতে পারেন।
advertisement
6/7
গ্লোরিয়াল স্টার ৩-১ মিনি ইভাপোরেটিভ এয়ার কুলার: এই মিনি কুলারটি অ্যামাজনে ৬০ শতাংশ পর্যন্ত ছাড়ের অফারে পাওয়া যাচ্ছে। এরপর, এর দাম কমে মাত্র ৭৯৯ টাকায় নেমে এসেছে। অফারটি প্রয়োগ করার পরে, আপনি ডিলের সঙ্গে ২৩ টাকা পর্যন্ত ক্যাশব্যাকও পেতে পারেন।
advertisement
7/7
KMCA পোর্টেবল এয়ার কুলার: এই মিনি কুলারে ৭১ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। এরপর, এর দাম ৭৩৫ টাকা হবে। অফারটি প্রয়োগ করার পরে, আপনি ডিলে ২২ টাকা পর্যন্ত ক্যাশব্যাকও পেতে পারেন।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
ফ্যানের চেয়েও সস্তা...! এই মিনি কুলারের দাম ১ হাজার টাকারও কম, শিগগিরই ঘরে আনুন! নইলে শেষ হয়ে যাবে 'অফার'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল