লাগাতে হবে না AC ...! সাধারণ কুলার থেকেই বেরোবে কনকনে ঠান্ডা হাওয়া, কাজে আসবে এই দেশি জুগাড়
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
গরমের হাত থেকে বাঁচার জন্য সাধারণত কুলার ব্যবহার করে থাকেন। কিন্তু কুলার দামে সস্তা হলেও তা এসি-র মতো নয়। কাজে আসবে বাড়ি সুপারকুল রাখার এই ট্রিকস
advertisement
1/7

গরম তো পড়েই গেল। উত্তরোত্তর যেন বাড়বে তাপমাত্রা। আর সূর্যের আগুন ঝরানো গরমের হাত থেকে মুক্তি পেতে সাধারণত এসি ব্যবহার করা হয়। কারণ এসি-র ঠান্ডা বাতাসই হাঁসফাঁস করা গরমে স্বস্তি আর শান্তি দিতে পারে। কিন্তু এসি-র তো দাম প্রচুর। সকলের সেই সামর্থ্য থাকে না।
advertisement
2/7
তাই তাঁরা গরমের হাত থেকে বাঁচার জন্য সাধারণত কুলার ব্যবহার করে থাকেন। কিন্তু কুলার দামে সস্তা হলেও তা এসি-র মতো নয়। কারণ এর সবথেকে বড় সমস্যা হল, পরিবেশের তাপমাত্রা বাড়লে কুলারের কুলিং এফেক্ট বা ঠান্ডা করার ক্ষমতাও যেন কমে যেতে থাকে।
advertisement
3/7
আসলে তাপপ্রবাহ চলতে থাকলে কুলার থেকে ঠান্ডা হাওয়ার পরিবর্তে গরম হাওয়াই বেরোতে থাকে। তাই সেক্ষেত্রে কী করণীয়? এর জন্য যদি একটি জুগাড় বা উপায় জানা থাকে, তাহলে দারুণ সুবিধা হবে সকলেরই। গরম হাওয়ার বদলে একেবারে কনকনে ঠান্ডা বাতাস ছড়াবে কুলার। তাহলে আজকের প্রতিবেদনে সেই দেশি উপায়ের বিষয়ে আলোচনা করে নেওয়া যাক।
advertisement
4/7
এই দেশি জুগাড় বা কৌশল অবলম্বন করার জন্য প্রয়োজন হবে একটি মাটির পাত্রের। আসলে এই মাটির পাত্রটিই কুলারের খেলা একেবারে ঘুরিয়ে দেবে! প্রবল গরমেও ঠান্ডা হাওয়া বেরোবে কুলার থেকে। এর জন্য একটি মাটির পাত্র নিয়ে তার তলায় ছোট ছোট ছিদ্র বানাতে হবে। এবার সেই মাটির পাত্রটিতে জল দিয়ে ভর্তি করে দিতে হবে। আর তা রেখে দিতে হবে কুলারের ভিতরে।
advertisement
5/7
কিন্তু তাতে কী হবে?আসলে মাটির পাত্রের গায়ে থাকা ছিদ্র দিয়ে জল বার হতে থাকবে। যা বাষ্পীভবনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে এবং কুলারের বাতাস দ্রুত ঠান্ডা হয়ে যায়। ফলে কুলার থেকে নির্গত হওয়া বাতাসকেও ঠান্ডা করে দেয় এটি।
advertisement
6/7
আর এই সহজ উপায়ে এসি-র মতোই ঠান্ডা হাওয়া পাওয়া যায়। তবে এর জন্য বেশি খরচও করতে হয় না। ইতিমধ্যেই গ্রামীণ এলাকায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই ধরনের দেশি জুগাড়। সেখানকার মানুষ কুলারের ভিতরে সাধারণত জল ভর্তি মাটির পাত্র রেখে দেন। ফলে ভিতরে থাকা জল গরম হয় না। বরং ঠান্ডা থেকে যায়।
advertisement
7/7
এই পদ্ধতি অবলম্বন করে আসলে কুলারের ক্ষমতা বাড়ানো হয়। আর ঘরও দীর্ঘ সময় ধরে ঠান্ডা থাকে। তাই কম খরচে এসি-র মতো ঠান্ডা বাতাস পেতে চাইলে অবলম্বন করা যেতে পারে এই উপায়।