Summer Tips-Air Conditioner: এসির বদলে কিনুন ২৫ টাকার এই জিনিস! দেওয়ালে লাগালেই হু-হু করে ঠান্ডা হবে ঘর! জানুন
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Summer Tips-Air Conditioner: এসি কেনার আর দরকার নেই! সস্তার এই জিনিসেই ঘর ঠান্ডা হবে এসির মতো! জানুন কী করতে হবে
advertisement
1/8

প্রতিনিয়ত গরমের দাপট বেড়েই চলেছে। অস্বস্তির মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জায়গা। জেলা পুরুলিয়াতে মাত্রাতিরিক্ত গরমের দাপট রয়েছে। অস্বস্তিকর গরমে নাজেহাল দশা হয়ে উঠেছে সমগ্র জেলার মানুষদের। photo source collected
advertisement
2/8
এসি ছাড়া থাকাই দায় হয়ে পড়ছে। গরমের মাত্রা দিনকে দিন বেড়েই চলেছে। কিন্তু এই গরমে অনেকের বাড়িতেই এসি নেই। আবার অনেকেই মোটা অংকের ইলেকট্রিক বিলের কথা চিন্তা করে সারাক্ষণ এসি চালাতে পারেন না।photo source collected
advertisement
3/8
তাই তাদের জন্য এসির বিকল্প হিসাবে এসেছে টেরাকোটার টাইলস। পুরুলিয়ার টেরাকোটা শিল্পী ভাস্কর ঘোষ এমনই এক অভিনব টাইলস বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন। ইতিপূর্বেই মডার্ন আটের উপর টেরাকোটা শিল্পের কাজ করে যথেষ্টই সুনাম করিয়েছেন তিনি।photo source collected
advertisement
4/8
আর এবার তার এই টেরাকোটা টাইলস অনেকখানি সাড়া ফেলে দিয়েছে। এই টাইলস ঘরের দেওয়ালে লাগালে এসি চালানোর দরকার পড়ে না ঘর এতটাই ঠান্ডা থাকে বলে দাবি শিল্পীর।photo source collected
advertisement
5/8
এ বিষয়ে তিনি বলেন , এই টাইলস একেবারেই এসির বিকল্প বলা যেতে পারে। সর্বক্ষণ এসি চালালে সাইড এফেক্ট থাকে কিন্তু এই টাইলসের কোনও সাইড এফেক্ট নেই। সম্পূর্ণ ইকো ফ্রেন্ডলি এই টাইলস।photo source collected
advertisement
6/8
পুরুলিয়াতে অনেকেই এই টাইলস নিজেদের ঘরের দেওয়ালে লাগিয়েছেন। ফিডব্যাকও ভাল রয়েছে। তাই অনেকেই এসির বিকল্প হিসাবে এই টাইলসকে বেছে নিচ্ছেন নিজেদের ঘরের দেওয়ালে লাগানোর জন্য।photo source collected
advertisement
7/8
গরমের হাত থেকে স্বস্তি পাওয়ার জন্য বেশ মোটা অংকের টাকা খরচ করে এসি কিনতে হয়। কিন্তু শুধু এসি কিনলেই হয় না এসির খরচও যথেষ্ট রয়েছে। তাই অনেকেই এসি কেনার থেকে পিছিয়ে যান। কিন্তু এসির বিকল্প এই টেরাকোটার টাইলস অনায়াসেই মানুষ কিনতে পারবেন।photo source collected
advertisement
8/8
কারণ এর জন্য মোটা অংকের টাকা খরচ করতে হয় না। প্রতিটি টাইলস মাত্র কুড়ি থেকে পঁচিশ টাকার বিনিময়ে পাওয়া যায়। তাই অনেকেই এসির বিকল্প হিসেবে বেছে নিচ্ছেন এই টেরাকোটার টাইলস। (তথ্য: শর্মিষ্ঠা ব্যানার্জি)