Summer Tips Air Conditioner: ঘর ঠান্ডা-বিদ্যুতের বিলও কম! এই মেশিন একবার লাগালে ২৫ বছর আরামে থাকতে পারবেন
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
Summer Tips Air Conditioner: আপনি আপনার বাড়িতে সোলার এসি লাগিয়ে এসির বিপুল বিল থেকে সম্পূর্ণ মুক্তি পেতে পারেন
advertisement
1/8

বাড়িতে এসি রাখলে একটা টেনশন সবার মধ্যেই ঘোরাফেরা করে। সেটা হচ্ছে ইলেকট্রিক বিলের বিষয়। কারণ, অনেকের দাবি, ইলেকট্রিক বিল প্রচুর পরিমাণে আসে। (প্রতীকী ছবি)
advertisement
2/8
আপনি আপনার বাড়িতে সোলার এসি লাগিয়ে, এসির বিপুল বিল থেকে সম্পূর্ণ মুক্তি পেতে পারেন। সোলার এসি সব ধরনের বাজারে পাওয়া যায়, এর মধ্যে রয়েছে ০.৮ টন, ১ টন, ১.৫ টন এবং ২ টন। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
3/8
গরমে অনেকে ১৪ থেকে ১৫ ঘন্টা এসি চালান। সেই অনুযায়ী, ১ টন এসি দিনে ১৫ ইউনিট বিদ্যুৎ খরচ করে। আপনি যদি প্রতি ইউনিট ৮ টাকা হারে বিদ্যুৎ বিল পরিশোধ করেন, তাহলে এক মাসে এসি চালানোর বিল আসে ৩,৬০০ টাকা। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
4/8
সোলার এসি বসানোর পর এই খরচ শূন্য হয়ে যাবে। কারণ এতে বিদ্যুতের বিল অনেক কম আসে। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
5/8
সোলার এসি লাগাতে কত খরচ হয়? ১ টন সোলার এসির দাম বাজারে ১ লাখ টাকায় পাওয়া যাচ্ছে। আপনি ২ লাখ টাকায় ১.৫ টন সোলার এসি পাবেন। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
6/8
সাধারণত এই এসি বাড়িতে লাগানোর অনেক বেশি। একটু ব্যয়বহুল হলেও এই এসিতে বিদ্যুতের বিল অনেক কম খরচ আসে। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
7/8
একবার এই এসি লাগালে আপনি ২০ থেকে ২৫ বছর পর্যন্ত কোনও খরচ ছাড়াই এসি ব্যবহার করতে পারবেন।(প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
8/8
সোলার এসি বিক্রিকারী কোম্পানিগুলো সোলার প্যানেলে ২৫ বছরের ওয়ারেন্টি এবং ব্যাটারিতে ৫-৭ বছরের ওয়ারেন্টি দেয়। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)