Aadhaar Card update: আধার আপডেট করছেন ? জানেন তো কী কী তথ্য কখনওই পরিবর্তন করা যাবে না?
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Aadhaar Card Update: তবে শুধু আধার কার্ড থাকাটাই যথেষ্ট নয়। সমস্ত বিবরণ সঠিক রয়েছে কি না, সেটা দেখেশুনে নেওয়াটাও অত্যন্ত জরুরি।
advertisement
1/7

আজকালকার ডিজিটাল যুগে আধার কার্ড আপডেট করা অত্যন্ত জরুরি। কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে, গ্যাসের কানেকশন পেতে কিংবা একটি নতুন সিম কার্ড কিনতে আধার কার্ড অপরিহার্য। এটা আমরা সকলেই জেনে গিয়েছি। আসলে বর্তমানে ভারতীয় নাগরিকত্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রমাণ হল আধার কার্ড।
advertisement
2/7
তবে শুধু আধার কার্ড থাকাটাই যথেষ্ট নয়। সমস্ত বিবরণ সঠিক রয়েছে কি না, সেটা দেখেশুনে নেওয়াটাও অত্যন্ত জরুরি। কারণ ব্যাঙ্কের লেনদেনও এর উপর নির্ভর করে এবং অন্যরা এটিকে একটি মানদণ্ড হিসাবে ব্যবহার করে থাকেন। কিন্তু এতে কোনও পরিবর্তন করার থাকলে গ্রাহকরা পছন্দসই তথ্য পরিবর্তন করতে পারবেন না। কারণ আধার কার্ডে গ্রাহকদের বায়োমেট্রিক তথ্য থাকে।
advertisement
3/7
সেই সঙ্গে এর মধ্যে গ্রাহকদের জন্মতারিখ, ঠিকানা, মোবাইল নম্বরের মতো সংবেদনশীল তথ্য থাকে। কিন্তু এমন কিছু তথ্য থাকে, যা একবারই পরিবর্তন করা যায়। তাহলে আজকের প্রতিবেদনে এই সংক্রান্ত বিষয়ে বিশদে আলোচনা করে নেওয়া যাক।
advertisement
4/7
আধার কার্ডে কী কী পরিবর্তন করা যায় না?আধার কার্ডের ১২ ডিজিটের নম্বর কখনওই পরিবর্তন করা যায় না। একবার এটি গ্রাহকের নামে জারি হয়ে গেলে এটি সারা জীবন সংশ্লিষ্ট গ্রাহকের সঙ্গে থেকে যায়। অবশ্য গ্রাহক নতুন আধার কার্ড ডাউনলোড করতে পারেন। তবে আধার নম্বর কখনওই পরিবর্তিত হবে না। আধার কার্ডে গ্রাহকের আঙুলের ছাপ, রেটিনার মতো বায়োমেট্রিক তথ্য থাকে। আর এই সব তথ্য কখনওই পরিবর্তন করা যায় না।
advertisement
5/7
একবার বদলে গেলে:আধার কার্ডের কিছু বিবরণ শুধুমাত্র একবারই পরিবর্তন করা সম্ভব। আসলে কোনও ভুলের ক্ষেত্রে আধার কর্তৃপক্ষ শুধুমাত্র একবারই তা সংশোধন করার সুযোগ দেন। এই তালিকায় পড়ে শুধুমাত্র জন্ম তারিখ এবং লিঙ্গ। এটি একবারের বেশি আপডেট করা যায় না। এছাড়া আধার কার্ডে দু’বারের বেশি নাম পরিবর্তন করারও অনুমতি নেই। তবে বাকি বিষয়গুলি অনেক বার আপডেট করা যেতে পারে।
advertisement
6/7
বিনামূল্যে আপডেট:আধার কার্ডে কোনও ভুল থাকলে বিনামূল্যে UIDAI ওয়েবসাইটে গিয়ে তা অনলাইনে আপডেট করা যাবে। এর জন্য কোনও ফি লাগে না। কিন্তু বিনামূল্যে আপডেটের শেষ দিন শুধুমাত্র ১৪ জুন, ২০২৪ তারিখ পর্যন্ত। অনলাইনের পাশাপাশি অফলাইনেও আধার কার্ড আপডেট করা সম্ভব।
advertisement
7/7
ফ্রি পিরিয়ডের পরে এই পরিমাণ টাকা দিতে হবে:গ্রাহকরা যদি কোনও অফলাইন আধার কেন্দ্রে যান এবং কোনও তথ্য আপডেট করতে চান, তবে তাঁদের ৫০ টাকা করে দিতে হবে। এছাড়াও মোবাইল নম্বর আধারের সঙ্গে লিঙ্ক করা না থাকলে অনলাইনে কোনও তথ্য আপডেট করা যায় না। তাই আধার কেন্দ্রে গিয়ে গ্রাহক নিজের মোবাইল নম্বরও আপডেট করতে পারেন।