SBI ব্লক করছে ইন্টারনেট ব্যাঙ্কিং! আপনার নয় তো?
Last Updated:
খুব শীঘ্রই ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ব্লক করতে চলেছে ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবা৷ তবে সব গ্রাহকদের জন্য নয়৷ নির্দিষ্ট কিছু গ্রাহকের জন্য৷
advertisement
1/6

এসবিআই বলছে, ১ ডিসেম্বর থেকেই ওই গ্রাহকরা আর ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের সুবিধা পাবেন না৷ যাঁরা এখনও তাঁদের রেজিস্টার্ড মোবাইল নম্বর লিঙ্ক করেননি, তাঁদের ৩০ নভেম্বরের মধ্যে নিকটবর্তী এসবিআই শাখায় গিয়ে মোবাইল নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করতে হবে৷
advertisement
2/6
তবে এটা করার আগে, আপনি অনলাইনেই চেক করে নিতে পারবেন আপনার মোবাইল নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা আছে কিনা৷ কী ভাবে?
advertisement
3/6
নিজের আইডি ও পাসওয়ার্ড দিয়ে এসবিআই-এর অনলাইন ব্যাঙ্কিং সাইটে লগ ইন করুন৷ Yono বা Lite Site-এ করা যাবে না৷
advertisement
4/6
লগ ইন করার পর 'My accounts and profile'-এ ক্লিক করুন৷
advertisement
5/6
'My accounts and profile'-এ ড্রপ ডাউন করে সিলেক্ট করুন Profile অপশন৷
advertisement
6/6
Personal Details/Mobile অপশনে ক্লিক করুন৷ সেখানে প্রোফাইল পাসওয়ার্ড এন্টার করতে হবে৷ মনে রাখবেন, লগ ইন পাসওয়ার্ড নয়৷ সম্পূর্ণ আলাদা পাসওয়ার্ড৷