TRENDING:

Starlink Satellite Internet Service: খুব শীঘ্রই ভারতে চালু হবে ইলন মাস্কের Starlink! গ্রামে মিলবে হাইস্পিড ইন্টারনেট, মাসে আনলিমিটেড ডেটা প্ল্যানে কত খরচ? জেনে নিন

Last Updated:
Starlink Satellite Internet Service: ভারতে স্টারলিঙ্ক চালু হলে গ্রামীণ অঞ্চলে ইন্টারনেট পরিষেবা এক নতুন দিগন্তে পৌঁছাবে। প্রত্যন্ত অঞ্চল, স্কুল এবং স্বাস্থ্যকেন্দ্রের মতো প্রতিষ্ঠানগুলো এতে সবচেয়ে বেশি উপকৃত হবে, যদিও এর উচ্চ মূল্য একটি বড় চ্যালেঞ্জ।
advertisement
1/11
খুব শীঘ্রই ভারতে চালু হবে ইলন মাস্কের Starlink! গ্রামে মিলবে হাইস্পিড ইন্টারনেট
বিগত বেশ কয়েক মাস ধরে ভারতে Starlink চালু হওয়ার খবর সংবাদের শিরোনামে রয়েছে। বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে, নিয়ন্ত্রকের থেকে অনুমোদনের বিষয়টা প্রায় সম্পন্ন হয়েই এসেছে। ইলন মাস্কের মালিকানাধীন এই স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস বর্তমানে বহু দেশেই পাওয়া যাচ্ছে। কিন্তু ভারতে এর লঞ্চকে কেন্দ্র করে উন্মাদনা বেশ তুঙ্গেই রয়েছে। আসলে গ্রাহকরা মহাকাশে অনেক দূরে অবস্থিত স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতে আগ্রহী।
advertisement
2/11
এই সমস্ত চর্চার বিষয়টা ছাড়িয়ে দেখতে গেলে অবশ্য আমরা স্যাটেলাইট ইন্টারনেট পাওয়ার সম্ভাবনা নিয়ে উদ্বিগ্ন। কারণ 5G এবং ফাইবার ব্রডব্যান্ডের মতো অন্যান্য ধরনের ডেটা আবার নেটওয়ার্ক ইন্টারনেট পেনিট্রেশন চালিয়ে নিয়ে যাওয়ার প্রধান উৎস। তাহলে Starlink-এর স্যাটেলাইট ইন্টারনেটের সঙ্গে এর সম্পর্ক কোথায় এবং দেশে এটি চালু হওয়ার ফলে কারা উপকৃত হবেন?
advertisement
3/11
এই ধরনের কিছু বিষয় আমরা আলোচনা করেছি Ookla-র টেলিকম ইন্ডাস্ট্রি অ্যানালিস্ট Affandy Johan-এর সঙ্গে। আসলে এই ব্যবসার গতিপ্রকৃতি বোঝার জন্যই এই আলোচনা। শুধু তা-ই নয়, এর পাশাপাশি স্যাটেলাইটের মাধ্যমে প্রদান করা ইন্টারনেটের জন্য কত টাকা দিতে হবে মানুষকে, সেটা নিয়েও আলোচনা হয়েছে।
advertisement
4/11
আদিত্য শ্রীরাম (AS): খুব শীঘ্রই তো ভারতে চালু হতে চলেছে Starlink। মানুষ এর থেকে কী প্রত্যাশা করতে পারেন, সেটা যদি আপনি বলেন?Affandy Johan (AJ): যখন স্যাটেলাইট ইন্টারনেটের কথা আসে, সেই সময় আরবান নেটওয়ার্কের সঙ্গে তুলনা করা তখনই যুক্তিসঙ্গত হবে, যদি আপনার ইতিমধ্যেই সেই নেটওয়ার্কগুলির অ্যাক্সেস থাকে। এখানেই শেষ নয়, ভারতে এখনও এমন প্রচুর কমিউনিটি এবং গ্রাম রয়েছে, যেখানে ফাইবার অথবা ভরসাযোগ্য মোবাইল ডেটা থাকে না। তাঁদের অত্যন্ত ধীর গতির অথবা আনস্টেবল কানেকশনের উপর নির্ভর করতে হয়। এছাড়া অনলাইন হওয়ার জন্য তো কিছু কিছু ক্ষেত্রে নিকটবর্তী শহরতলিতে পর্যন্ত যেতে হয়। আর ধারাবাহিক আপটাইমের সঙ্গে ৩০ থেকে ৫০ মেগাবিট অফার করতে সাহায্য করে Starlink। যা এক্ষেত্রে একটি বিশাল আপগ্রেড।অনেকেই কিছুই না থাকার সঙ্গে Starlink-এর তুলনা করছেন। আর হ্যাঁ, দামটা এখনও বড় একটা বাধা। সে বিষয়ে প্রশ্নই হয় না। কিন্তু এটি দুর্দান্ত পরিবর্তন আনবে এবং ইন্টারনেট অ্যাক্সেস প্রদান করবে।
advertisement
5/11
AS: আপনি এমন এলাকাগুলির কথা বলছেন, যেখানে নেটওয়ার্ক পাওয়া যায় না। তাহলে Starlink কি শুধু দেশে এই একমাত্র সেগমেন্টেই মনোনিবেশ করবে?AJ: ভারতে আমরা মূলত প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে অথবা স্কুল বা স্বাস্থ্যকেন্দ্র, সরকারি অফিস, এমনকী ছোট ব্যবসার মতো শেয়ার ব্যবহারের ক্ষেত্রে এই ট্র্যাকশনটা দেখতে পেতে পারি। এই ধরনের এন্টিটিতে অবশ্য খরচের বিষয়টা সেভাবে মাথাব্যথার বিষয় নয়। কারণ এরা একটি সমগ্র কমিউনিটিকে পরিষেবা প্রদান করছে। তাই যখন বন্যা এবং সাইক্লোন মোবাইল পরিকাঠামোর উপর আঘাত হানবে, তখন তা ভেঙে পড়তে পারে এবং পরিষেবাও থমকে যেতে পারে। সেক্ষেত্রে এমার্জেন্সি কানেক্টিভিটির জন্য দ্রুত অন্য কোনও স্যাটেলাইট সমাধান স্থাপন করা যেতে পারে।
advertisement
6/11
AS: দুর্যোগের সময় Starlink কোথায় কোথায় সাহায্য করেছে, তার কিছু উদাহরণ কি আপনি আমাদের দিতে পারবেন?AJ: সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়া অনেক দেশেই আমরা এটি দেখেছি। যখন টাইফুন অস্ট্রেলিয়ায় আঘাত হেনেছিল, তখন আমাদের তথ্যের ভিত্তিতে সোয়েলিং স্যাম্পেল সংগ্রহ করা হয়। আমি মনে করি যে, সঙ্কটের সময় এই ধরনের নির্ভরযোগ্যতা থাকা বিশেষ করে দুর্যোগ মোকাবিলা সংস্থা এবং ভারতের মতো ছোট কমিউনিটিগুলির জন্য অত্যন্ত মূল্যবান।
advertisement
7/11
AS: প্রত্যন্ত অঞ্চলে স্যাটেলাইট পরিষেবা প্রদানের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল - খরচ বেশি থাকা। তারা কীভাবে এটি সামাল দেবে?AJ: আপাতদৃষ্টিতে এই অতি প্রত্যন্ত অঞ্চলে কেবল নেটওয়ার্ক স্থাপন করা তাদের জন্য অর্থনৈতিক ভাবে অর্থবহ নয়। ভারতের ARPU বিশ্বের সবচেয়ে কম। এর পরিমাণ ২ ডলারের কাছাকাছি। কিন্তু স্যাটেলাইট সরবরাহকারীদের জন্য, এখনই হাজার হাজার গ্রাহককে পরিষেবা দেওয়ার প্রয়োজন নেই। আমি মনে করি যে, তাদের মনোযোগ থাকবে হাই-প্রায়োরিটি ইউজারদের উপর এবং আমরা বহু অঞ্চলে এটি লক্ষ্য করেছি।
advertisement
8/11
AS: ভারতের মতো প্রবণতা এবং জনসংখ্যার সঙ্গে মিল থাকা অন্যান্য Starlink মার্কেট কীভাবে ফুলেফেঁপে উঠেছে?AJ: আমি মালয়েশিয়া, কুয়ালালামপুরে থাকি। এখানে ট্রেন্ড এবং ইউসেজ ভারতের মতোই। এখানকার মানুষ ভাল মোবাইল কানেক্টিভিটি পাচ্ছে। কিন্তু আমার মনে হয় যে, এখনও প্রত্যন্ত অঞ্চলে এমন কিছু পকেট আছে, যেখানে সংযোগ নেই এবং ফাইবারও নেই। এই অঞ্চলগুলিতে Starlink-ই সাহায্যের জন্য এগিয়ে আসবে।
advertisement
9/11
AS: সম্প্রতি ভুটান এবং শ্রীলঙ্কার মতো অঞ্চলে চালু হয়েছে Starlink। এর ফলে আমাদের ভারতীয় বাজারের জন্য তাদের কাঠামো কী হতে পারে, সেই সম্পর্কে একটি ইঙ্গিতপূর্ণ ধারণা মিলেছে। তাহলে এর দাম কীভাবে কার্যকর হবে বলে আপনি আশা করেন?AJ: একই ভাবে এটি শুরু হবে। যেমনটা আমরা জানি যে, Starlink-এর প্রাইসিং মডেল সম্পর্কে সচেতন থাকা আবশ্যক। এর হার্ডওয়্যারের জন্য অত্যন্ত বেশি উল্লেখযোগ্য বিনিয়োগের প্রয়োজন হবে। যদিও ইলন মাস্ক ভারতে Starlink-এর দাম কেমন রাখবেন, সেই বিষয়ে ভবিষ্যদ্বাণী করা আমার পক্ষে কঠিন। তবে অন্যান্য জায়গায় এটি যেভাবে হয়েছে, ঠিক সেভাবেই এখানেও তা শুরু হবে বলে মনে হচ্ছে।
advertisement
10/11
AS: স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা পরিচালনার খরচের উপর সরকার কীভাবে ভর্তুকি দিতে পারে?AJ: আমার মনে হয়, সরকারের একটা ভূমিকা আছে। তবে আমি বিভিন্ন সরকারের পক্ষ থেকে তো আর বলতে পারব না যে, তারা ভর্তুকি দিতে খুশি হবে কি না। কিন্তু আমি মনে করি যে, স্যাটেলাইট সংযোগের সম্ভাবনা বাস্তব এবং এটিকে সঠিক জায়গায় ফ্রেম করার দরকার আমাদের।
advertisement
11/11
AS: তাহলে আপনি কি মনে করেন যে, এই ধরনের পার্টনারশিপ এবং চুক্তির মাধ্যমে খরচ ভর্তুকিতেও এটি সাহায্য করবে?AJ: আমি অবশ্যই মনে করি এটা হবে। খরচ স্পষ্টতই একটি প্রধান সমস্যা। অবশ্যই তারা কতটা ভর্তুকি দিতে পারবে, অপারেটরদের পক্ষ থেকে আমি তা বলতে পারছি না, তবে কিছু খরচ আর স্যাটেলাইট কানেক্টিভিটির সহজ ও দ্রুত অ্যাক্সেস নিশ্চিত ভাবে তাদের দীর্ঘ মেয়াদে সাহায্য করবে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Starlink Satellite Internet Service: খুব শীঘ্রই ভারতে চালু হবে ইলন মাস্কের Starlink! গ্রামে মিলবে হাইস্পিড ইন্টারনেট, মাসে আনলিমিটেড ডেটা প্ল্যানে কত খরচ? জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল