Those Who Lost Twitter Blue Tick: ট্যুইটারে ব্লু-টিক হারালেন শাহরুখ, তালিকায় রয়েছেন অমিতাভ থেকে বিরাট! কী এমন হল?
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
তালিকায় রয়েছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, বিরাট কোহলি, রাহুল গান্ধি।
advertisement
1/5

টুইটারে নীল টিক হারালেন অনেকেই। সরানো হল নামের পাশের ‘ব্লু টিক’ চিহ্ন। তালিকায় রয়েছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, বিরাট কোহলির মতো ব্যক্তিত্বরা।
advertisement
2/5
রাহুল গান্ধি, যোগি আদিত্যনাথ, প্রিয়াঙ্কা গান্ধির মতো তাবড় রাজনীতিবিদরাও হারিয়েছেন নীল টিক৷
advertisement
3/5
বৃহস্পতিবার বিকালের পর শাহরুখের মতোই ট্যুইটারে নীল-টিক হারিয়েছেন জাস্টিন বিবার, কিম কার্দাশিয়ানের মতো তারকারাও। চিহ্ন হারিয়েছেন বিল গেটস। মাইক্রোব্লিগং সাইটের তরফে জানানো হয়েছে, এখন থেকে ‘ব্লু টিক’ রাখার জন্য মাসিক ৬৫৭ টাকা করে দিতে হবে ব্যবহারকারীদের। কোনও সংস্থা যদি তাদের টুইটারে তাদের নামের পাশে ‘ব্লু টিক’ রাখতে চায়,তাহলে খরচ করতে হবে ৮২ হাজার টাকা।
advertisement
4/5
তালিকায় রয়েছেন আলিয়া ভাটও৷
advertisement
5/5
এবার টাকা দিলে ট্যুইটারে বাড়ানো যাবে ফলোয়ার। ইউটিউব-এর মতো নতুন আয়ের উপায় খুঁজছে ট্যুইটার। খোদ ইলন মাস্ক তাঁর মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ট্যুইটারে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এই বিশেষ সাবস্ক্রিপশনের ব্যবস্থা চালু করার কথা ঘোষণা করেছেন।