AC Leakage Remedy: বর্ষায় AC থেকে টুপটুপ করে জল পড়েই যাচ্ছে! বড়সড় ক্ষতি হতে চলেছে, পকেট হবে ফাঁকা, আজই করুন এই ছোট্ট কাজ!
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
AC Leakage Remedy: এসির ইনডোর ইউনিটের লেভেল ঠিক না থাকলে টেকনিশিয়ানকে ডেকে লেভেল করাতে হবে। এ ছাড়া প্রতি দুই-তিন মাস অন্তর এসির ড্রেন লাইনে ভিনেগার ঢালুন, যাতে শ্যাওলা ইত্যাদি জমতে না পারে।
advertisement
1/8

বর্ষা এলেই ঘরে লাগানো স্প্লিট এসি থেকে জল পড়তে শুরু করে। বাতাসে আর্দ্রতা অনেক বেশি থাকে, যার কারণে জল ঝরতে শুরু করে। বাড়িতে স্প্লিট এসির ইনডোর ইউনিট লাগানো থাকে। সাধারণত এসি সার্ভিসিং না করলে এই ধরনের সমস্যা হয়।
advertisement
2/8
যদি সময়মতো সার্ভিসিং করা হয় তাহলে এসির ফিল্টার এবং এসির ড্রেনেজ লাইন দু’টোই পরিষ্কার থাকে। যার কারণে এসি থেকে বের হওয়া জল ড্রেনেজ পাইপ দিয়ে বের হয়।
advertisement
3/8
কিন্তু এসির ফিল্টার পরিষ্কার না হলে সময়ে সময়ে ময়লা স্প্লিট এসির ইনডোর ইউনিটে পড়ে। ড্রেনেজ পাইপলাইন জ্যাম করে। এ কারণে এসি থেকে জল বের হয়ে ঘরের ভেতরে পড়তে থাকে।
advertisement
4/8
এ ছাড়া এসির ইনডোর ইউনিটের লেভেল ঠিক না থাকলে ড্রেনেজ পাইপে জল না পৌঁছে ঘরেই পড়তে শুরু করে। গ্রীষ্মকালে বাইরে আর্দ্রতা না থাকলে এই সমস্যা দেখা যায় না, তবে বর্ষাকালে এই সমস্যা দেখা দেয়।
advertisement
5/8
সেই সঙ্গে ড্রেনেজ পাইপ বেঁকে যাওয়ার কারণেও এই সমস্যা দেখা দিতে পারে। শুধু তাই নয়, এসি-তে পর্যাপ্ত রেফ্রিজারেন্ট না থাকলেও প্রচুর পরিমাণে জল বের হতে থাকে এবং ঘরে ফোঁটা ফোঁটা জল পড়তে থাকে।
advertisement
6/8
কীভাবে ঠিক করা যাবে? স্প্লিট এসির ফিল্টার প্রতি তিন মাস অর্থাৎ ৯০ দিন অন্তর পরিষ্কার করতে হবে। এ কারণে ধুলোবালি ও মাটি ফিল্টারে থাকে না এবং ড্রেনেজ পাইপলাইনে ময়লা জমে কোনও সমস্যা হয় না।
advertisement
7/8
এসি ফিল্টার নষ্ট হয়ে গেলে বদলে ফেলুন, তা না হলে এসি-তে আরও অনেক সমস্যা হতে পারে। এসির ড্রেন লাইন পরিষ্কার করুন, এতে জল নিষ্কাশনের পথ পরিষ্কার হয়ে যাবে।
advertisement
8/8
এসির ইনডোর ইউনিটের লেভেল ঠিক না থাকলে টেকনিশিয়ানকে ডেকে লেভেল করাতে হবে। এ ছাড়া প্রতি দুই-তিন মাস অন্তর এসির ড্রেন লাইনে ভিনেগার ঢালুন, যাতে শ্যাওলা ইত্যাদি জমতে না পারে এবং ড্রেন লাইন পরিষ্কার থাকে।