একটা ভুল বানানই ফাঁস করে দিতে পারে জাল এসএমএস, কীভাবে বুঝবেন
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
এর পাশাপাশি প্রেরকের নম্বর যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিচিত ব্যাঙ্ক বা সরকারি সংস্থা সাধারণত নির্দিষ্ট ও পরিচিত নম্বর বা হেডার থেকেই এসএমএস পাঠায়। অপরিচিত বা সাধারণ মোবাইল নম্বর থেকে আসা মেসেজ হলে বাড়তি সতর্কতা প্রয়োজন।
advertisement
1/6

ভুয়ো বা জাল এসএমএস চেনার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা জরুরি। প্রথমেই খেয়াল করুন মেসেজের ভাষা ও লেখার ধরন। অনেক সময় বানান ভুল, অস্বাভাবিক ভাষা বা অপ্রাসঙ্গিক বাক্য ব্যবহার করা হয়, যা সন্দেহের কারণ হতে পারে।
advertisement
2/6
এর পাশাপাশি প্রেরকের নম্বর যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিচিত ব্যাঙ্ক বা সরকারি সংস্থা সাধারণত নির্দিষ্ট ও পরিচিত নম্বর বা হেডার থেকেই এসএমএস পাঠায়। অপরিচিত বা সাধারণ মোবাইল নম্বর থেকে আসা মেসেজ হলে বাড়তি সতর্কতা প্রয়োজন।
advertisement
3/6
কোনও এসএমএসে যদি আপনার ব্যক্তিগত বা সংবেদনশীল তথ্য—যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, ওটিপি, পিন, কার্ডের তথ্য ইত্যাদি জানতে চাওয়া হয়, তাহলে সেই মেসেজ কখনওই বিশ্বাস করবেন না। এ ধরনের তথ্য কোনও সংস্থা এসএমএসের মাধ্যমে চায় না।
advertisement
4/6
মেসেজে থাকা লিঙ্কের বিষয়েও সতর্ক থাকতে হবে। যাচাই না করে সন্দেহজনক লিঙ্কে ক্লিক করা বিপজ্জনক হতে পারে। বিশেষ করে খুব অল্প সময়ের মধ্যে বড় পুরস্কার, আকর্ষণীয় ছাড় বা জরুরি পদক্ষেপ নেওয়ার কথা বলা হলে সেটি প্রতারণার ইঙ্গিত হতে পারে।
advertisement
5/6
একই ধরনের মেসেজ বারবার আসা বা বিভিন্ন নম্বর থেকে একই বার্তা পাওয়াও ভুয়ো এসএমএসের লক্ষণ। যদি কোনও সংস্থা বা ব্যাঙ্কের নাম ব্যবহার করে মেসেজ পাঠানো হয়, তাহলে সরাসরি তাদের অফিসিয়াল ওয়েবসাইট বা গ্রাহক পরিষেবার মাধ্যমে তথ্য যাচাই করা ভালো।
advertisement
6/6
সবচেয়ে নিরাপদ উপায় হল—কোনও মেসেজ নিয়ে সন্দেহ হলে সেটি উপেক্ষা করা এবং প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যাঙ্ক বা সংস্থার সঙ্গে সরাসরি যোগাযোগ করে সত্যতা নিশ্চিত করা। সতর্ক থাকলেই অনলাইন প্রতারণা থেকে নিজেকে সুরক্ষিত রাখা সম্ভব।