Hacking : ছোট্ট কয়েকটা ইঙ্গিত, সঙ্গে সঙ্গে বুঝে যাবেন আপনার ল্যাপটপ, কম্পিউটার হ্যাক হয়েছে! জেনে রাখুন
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
hacker : কম্পিউটারের গতি অস্বাভাবিকভাবে ধীর হয়ে যাওয়া—এটিও হ্যাক হওয়ার অন্যতম ইঙ্গিত। সাধারণ কোনও অ্যাপ খুলতে সময় লাগা বা ওয়েবপেজ লোডিং ধীর হওয়া বোঝায় যে সিস্টেমের রিসোর্স ম্যালওয়্যার দখল করে নিয়েছে।
advertisement
1/5

আজকের ডিজিটাল দুনিয়ায় সাইবার অপরাধ মাথাচাড়া দিয়ে উঠেছে। ডার্ক ওয়েবের বিস্তার এবং হ্যাকিং প্রযুক্তির উন্নতির সঙ্গে ক্রমশ ঝুঁকিতে পড়ছে ব্যক্তিগত ডিভাইসগুলিও। অ্যান্টিভাইরাস থাকা সত্ত্বেও বহু সময় ব্যবহারকারীরা বুঝতেই পারেন না যে তাদের কম্পিউটার বা ল্যাপটপ হ্যাকারদের কবলে পড়েছে।
advertisement
2/5
প্রথম যে বিষয়টি নজরে রাখা প্রয়োজন তা হল, হঠাৎ ইন্টারনেট ডেটা খরচ বেড়ে যাওয়া। কম্পিউটার স্বাভাবিকভাবে ব্যবহার না করলেও ব্যাকগ্রাউন্ডে ডেটা দ্রুত শেষ হতে থাকলে ধরে নিতে হবে সিস্টেমে কোনও ম্যালওয়্যার সক্রিয় রয়েছে। এই ধরনের সফটওয়্যার আপনার ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে অজানা সার্ভারে পাঠিয়ে দেয়।
advertisement
3/5
এছাড়া কম্পিউটারের গতি অস্বাভাবিকভাবে ধীরে হয়ে যাওয়া—এটিও হ্যাক হওয়ার অন্যতম ইঙ্গিত। সাধারণ কোনও অ্যাপ খুলতে সময় লাগা বা ওয়েবপেজ লোডিং ধীর হওয়া বোঝায় যে সিস্টেমের রিসোর্স ম্যালওয়্যার দখল করে নিয়েছে। এতে শুধু কাজের গতি কমে না, ডিভাইসের ক্ষতির সম্ভাবনাও বাড়ে।
advertisement
4/5
অ্যান্টিভাইরাস নিজে থেকেই বন্ধ হয়ে যাওয়া বা অকার্যকর হয়ে পড়া একটি গুরুতর সতর্কবার্তা। সাইবার অপরাধীরা বেশিরভাগ সময়ই নিজেদের উপস্থিতি আড়াল করতে সিকিউরিটি সফটওয়্যার আগে থেকেই নিষ্ক্রিয় করে দেয়। তাই এই ধরনের পরিস্থিতি চোখে পড়লে সঙ্গে সঙ্গে পরীক্ষার প্রয়োজন।
advertisement
5/5
হ্যাকিংয়ের আরেকটি সাধারণ লক্ষণ হল, কম্পিউটার বারবার ফ্রিজ হওয়া বা অ্যাপ্লিকেশন ক্রমাগত ক্র্যাশ করা। বিশেষজ্ঞদের মতে, এটি প্রায়শই স্পাইওয়্যার বা র‍্যানসমওয়্যার সংক্রমণের ফল। সাইবার বিশেষজ্ঞ অনাথ মণ্ডল এ বিষয়ে বলেন, “যে কোনও অস্বাভাবিক পরিবর্তনকে গুরুত্ব দিতে হবে। দেরি করলে হ্যাকাররা পুরো সিস্টেম নিয়ন্ত্রণ করে নিতে পারে।”