TRENDING:

Smishing Text Scams: সাবধান! এই মেসেজ এলে একদম খুলবেন না, ক্লিক করলেই সর্বনাশ! খালি হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট

Last Updated:
Scam Alert: ‘এমন মেসেজ দেখলে অবিলম্বে ডিলিট করে দিন’;  iPhone এবং Android ব্যবহারকারীদের জন্য সতর্কতা জারি করল এফবিআই
advertisement
1/8
এই মেসেজ এলে একদম খুলবেন না, ক্লিক করলেই সর্বনাশ! খালি হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে সতর্কতা জারি করেছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)। আর এই সতর্কতা জারি করা হয়েছে, কারণ আইফোন এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সংবেদনশীল ব্যক্তিগত এবং আর্থিক তথ্য আত্মসাৎ করার জন্য প্রতারণামূলক ভাবে স্মিশিং অ্যাটাক দ্রুত ছড়িয়ে পড়ছে।
advertisement
2/8
এসএমএস এবং ফিশিং-কে একযোগে স্মিশিং বলা হচ্ছে এখানে। যার অর্থ হল, টেক্সট মেসেজ পাঠিয়ে ব্যবহারকারীর পাসওয়ার্ড, ক্রেডিট কার্ড নম্বর এবং অন্যান্য গোপন তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। রিপোর্টে বলা হয়েছে যে, সাইবার অপরাধীরা দশ হাজারেরও বেশি ডোমেন রেজিস্টার করে এই স্ক্যাম করছে। যা চলতি বছরের জানুয়ারি থেকে চার গুণ বেড়ে গিয়েছে।
advertisement
3/8
ইউনিট ৪২-এর এক নতুন রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে, প্রতারণামূলক মেসেজে অনেক সময় ব্যবহারকারীদের ম্যালিশাস লিঙ্কে ক্লিক করতে অথবা ভুলভাল ওয়েবসাইটে পেমেন্ট ডিটেলস দিতে প্রলুব্ধ করা হচ্ছে।
advertisement
4/8
টেক্সট মেসেজ স্ক্যামের দু’টি বিপজ্জনক দিক: ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি) সতর্ক করে জানিয়েছে যে, এই ম্যালিশাস লিঙ্কগুলিতে দুই রকম বিপদ রয়েছে।
advertisement
5/8
১. ফিনান্সিয়াল থেফ্ট এবং ২. আইডেন্টিটি ফ্রড। এক এফটিসি অফিসার সতর্ক করে বলেন যে, একটি লিঙ্কে ক্লিক করা ক্ষতিকর নয় বলেই মনে হবে, কিন্তু এর জেরে ভয়ঙ্কর পরিণতি তৈরি হতে পারে। আর কিছু স্ক্যাম টেক্সটে আবার একই প্যাটার্ন ফলো করা হচ্ছে। যেমন - পরিশোধ করা হয়নি এমন বিলের পেমেন্ট করতে বলা অথবা কোনও পোর্টালের মাধ্যমে পেমেন্ট করতে বলা।
advertisement
6/8
xin.
advertisement
7/8
আমেরিকার সবথেকে আক্রান্ত এলাকাগুলি: ডালাস, আটলান্টা, লস অ্যাঞ্জেলস, শিকাগো এবং ওরল্যান্ডোর মতো মার্কিন শহরগুলিই বেশি এই অ্যাটাকের মুখে পড়েছে। এমনটাই জানানো হয়েছে McAfee রিপোর্টে। তবে মিয়ামি, হিউস্টন, ডেনভার, ফিনিক্স এবং সিয়াটলের মতো শহরগুলিও রয়েছে শীর্ষতালিকায়।
advertisement
8/8
আমেরিকানদের জন্য এফবিআই-এর নির্দেশিকা: এফবিআই-এর নির্দেশ, নাগরিকদের আরও সতর্ক থাকতে হবে। সন্দেহজনক কোনও মেসেজ দেখলেই সঙ্গে সঙ্গে পদক্ষেপ গ্রহণ করারও নির্দেশ দেওয়া হয়েছে। Internet Crime Complaint Center (IC3)-এ অভিযোগ জানানোর জন্য যেতে হবে http://www.ic3.gov-এ।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Smishing Text Scams: সাবধান! এই মেসেজ এলে একদম খুলবেন না, ক্লিক করলেই সর্বনাশ! খালি হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল