TRENDING:

এখনও আছে ডিসকাউন্টের সুবিধা, ১৫ হাজার টাকার কমে স্মার্টফোন চাইলে চোখ রাখুন এই তালিকায়

Last Updated:
এক নজরে দেখে নেওয়া যাক অ্যামাজনে ১৫,০০০ টাকার নিচে কোন কোন ফোন পাওয়া যাচ্ছে।
advertisement
1/7
১৫ হাজার টাকার কমে স্মার্টফোন চাইলে চোখ রাখুন এই তালিকায়
ভারতে শেষ হয়েছে উৎসবের মরশুম। বিভিন্ন জনপ্রিয় অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্মেও শেষ হয়েছে ফেস্টিভ সিজন সেল। কিন্তু জনপ্রিয় অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজনে স্মার্টফোনের উপরে এখনও ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। কেউ যদি আগে এই অফারগুলির সুবিধা না নিয়ে থাকেন, তাহলেও তিনি ১৫,০০০ টাকার নিচে উপলব্ধ বেশ কিছু সাশ্রয়ী স্মার্টফোন পেয়ে যেতে পারেন৷
advertisement
2/7
১৫,০০০ টাকার কম হলেও এই সকল ফোনে রয়েছে ভাল আধুনিক মানের ক্যামেরা, দ্রুত প্রসেসর এবং কমপক্ষে ৬ জিবি RAM। যাঁরা এখনও কম দামে একটি ভাল ফোনের আশায় রয়েছেন, তাঁদের জন্য বিষয়টি খুবই সুবিধাজনক। এক নজরে দেখে নেওয়া যাক অ্যামাজনে ১৫,০০০ টাকার নিচে কোন কোন ফোন পাওয়া যাচ্ছে।
advertisement
3/7
iQOO Z6 Lite 5G স্মার্টফোনটি এখন Amazon থেকে ১২,৯৯৯ টাকায় কেনা যাবে। এই ফোনে Snapdragon 4 Gen 1 প্রসেসর, ১২০Hz রিফ্রেশ রেট ডিসপ্লে, ৫০০০ mAh ব্যাটারি এবং ৫০ MP প্রাইমারি ক্যামেরা রয়েছে।
advertisement
4/7
Lava Blaze Pro 5G ফোন বর্তমানে Amazon-এ ১২,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এই ফোনটিতে ৮ জিবি RAM, ১২৮ জিবি স্টোরেজ, ২ GHz Octa Core MediaTek Dimensity ৬০২০ প্রসেসর, ১২০ Hz FHD+ পাঞ্চ হোল ডিসপ্লে, ৫০ MP AI ক্যামেরা এবং ৮ MP সেলফি ক্যামেরা রয়েছে।
advertisement
5/7
এই স্মার্টফোনটি এখন Amazon থেকে ১৩,৪৯৯ টাকায় কেনা যাবে। এই ফোনে শক্তিশালী Snapdragon ৪ Gen ২ প্রসেসর, Android ১৩ ভিত্তিক MIUI ১৪, ৫০ MP ডুয়াল ক্যামেরা সেটআপ, ৮ MP ফ্রন্ট ক্যামেরা, ৯০ Hz ডিসপ্লে, ৫০০০ mAh ব্যাটারি এবং ২২.৫W চার্জার রয়েছে।
advertisement
6/7
গ্রাহকরা এই স্মার্টফোনটি Amazon থেকে ১৪,৯৯৯ টাকায় কিনতে পারবেন। এই ফোনে ডাইমেনসিটি ৬০৮০ প্রসেসর, ৮ জিবি RAM, ১২৮ জিবি স্টোরেজ, ১২০ Hz ৬.৭৮-ইঞ্চির FHD+ ডিসপ্লে, ৫০ MP ক্যামেরা এবং ১৬ MP সেলফি ক্যামেরা রয়েছে।
advertisement
7/7
এই ফোনটি বর্তমানে Amazon থেকে ১৩,৫০০ টাকায় কেনা যাবে। এই ফোনে ৮ জিবি RAM, ১২৮ জিবি স্টোরেজ, ৬০০০ mAh ব্যাটারি, ৫০ MP AI ক্যামেরা, ৮ MP সেলফি ক্যামেরা, ৬.৭৮-ইঞ্চির FHD+ ডিসপ্লে এবং MediaTek Dimensity ৬০২০ প্রসেসর রয়েছে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
এখনও আছে ডিসকাউন্টের সুবিধা, ১৫ হাজার টাকার কমে স্মার্টফোন চাইলে চোখ রাখুন এই তালিকায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল