TRENDING:

মোবাইলে গেম খেলতে ভালোবাসেন? এই স্মার্টফোনগুলি আপনার জন্য একদম উপযুক্ত

Last Updated:
advertisement
1/7
মোবাইলে গেম খেলতে ভালোবাসেন? এই স্মার্টফোনগুলি আপনার জন্য একদম উপযুক্ত
স্মার্টফোন এখন আর কেবলমাত্র ইন্টারনেট ও চ্যাটিং-এ সীমাবদ্ধ নেই । গেমিং এখন একটি বিশেষ গুরুত্বপূর্ণ অংশ । বেশ কয়েকটি স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা গেমিং-এর কথা মাথায় রেখেই 2D ও 3D গেমিং সফটওয়ার সম্বলিত মডেল প্রস্তুত করে । আপনিও যদি গেম খেলার ভক্ত হয়ে থাকেন, তাহলে এখনই জেনে নিন কোন স্মার্টফোন আপনার জন্য একদম উপযুক্ত ।
advertisement
2/7
XIAOMI REDMI NOTE 5 PRO- মোবাইলে গেম খেলার অভ্যাস থাকলে এই স্মার্টফোন আপনার জন্য একদম সঠিক । এতে রয়েছে ১.৮ গিগাহারৎজ কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর, ৬৩৬ এসওসি প্রসেসর । অ্যান্ড্রয়েড ভি৭.১ .১, এমআইইউআই ৯ অপারেটিং সিস্টেম,৪-৬ জিবি র‍্যাম নিয়ে গেমিং- এর জন্য আদর্শ এই ফোন । এছাড়াও রয়েছে ৫.৯৯ ইঞ্চি এইচ ডি ডিসপ্লে ।
advertisement
3/7
NOKIA 7 PLUS - অ্যান্ড্রয়েড ৮ অপারেটিং সিস্টেম, ৪ জিবি র‍্যাম , ৬৪ জিবি ইন্টারনাল মেমোরি নিয়ে এই ফোনও মোবাইল গেমিং-এর জন্য বেশ ভাল । আপনি মেমোরি ২৫৬ জিবি পর্যন্ত বাড়াতেও পারবেন ।
advertisement
4/7
HUAWEI NOVA 3- সম্প্রতি হুয়াএই লঞ্চ করেছে এই ফোন । ৬.৩ ইঞ্চি এইচ ডি ডিসপ্লে, অক্টাকোর ৯৭০ এসওসি প্রসেসর , ৬ জিবি র‍্যাম ও ৮.১ অ্যান্ড্রয়েড নিয়ে রীতিমত গেমিং আদর্শ এই ফোন ।
advertisement
5/7
ONEPLUS 6- ওয়ান প্লাস ৬ ফোনটি তৈরিই করা হয়েছে গেমিং- এর কথা মাথায় রেখেই । এতে রয়েছে কুয়ালকম স্ন্যাপড্রাগন, ৮৪৫ অক্টা প্রসেসর, ৮ জিবি র‍্যাম । পাবেন ৬.২৮ ইঞ্চি এইচডি ডিসপ্লে ।
advertisement
6/7
Asus ROG phone-আসুসের গেমিং স্মার্টফোন এটি যা এই বছরেই লঞ্চ করা হয়েছে । এতে রয়েছে ২.৯৬ কোয়ালকম অক্টাকোর স্ন্যাপড্রাগন প্রসেসর, ৮ জিবি র‍্যাম, অ্যান্ড্রয়েড ৮ ওরিও ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ । গেমিং- এর ভক্ত হলে এই ফোন আপনার জন্য পার্ফেক্ট ।
advertisement
7/7
VIVO NEX -ফিঙ্গার প্রিন্ট ডিসপ্লে সম্বলিত কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর নিয়ে তৈরি এই ফোন । দুটি ভার্সনে পাবেন এই ফোন একটির স্টোরেজ মেমোরি ১২৮ জিবি ও অন্যটি ২৫৬ জিবি ।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
মোবাইলে গেম খেলতে ভালোবাসেন? এই স্মার্টফোনগুলি আপনার জন্য একদম উপযুক্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল