Smartphones | App Hide: সুযোগ পেলেই সঙ্গী ফোন ঘাঁটে? তারপর অশান্তি! লুকিয়ে ফেলুন গোপন চ্যাট থেকে সব কিছু!
- Published by:Piya Banerjee
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Smartphones | App Hide: আর চিন্তা নেই। এবার নিশ্চিন্তে সঙ্গীকে ফোন ঘাঁটতে দিয়ে ঘুমিয়ে পড়ুন। কিচ্ছু খুঁজে পাবে না! জানুন উপায়
advertisement
1/7

মোবাইল আজকের জীবনের রোজের সঙ্গী। অনেক সময় আপনার ফোন অন্য কেউ ঘেঁটে দেখতেই পারে। আর তার জেরে শুরু অশান্তি। অথবা কখনও হ্যাকারদের থাকেও ছাড় পাওয়া মুশকিল। তাই নিজের গোপন চ্যাট বা তথ্য বা অ্যাপ ফোনের মধ্যেই থাকবে গোপন। কারও হাতে ফোন গেলেও আপনি নিশ্চিন্তে ঘুমোতে পারবেন। এক নজরে দেখে নেওয়া যাক সিক্রেট কোডের মাধ্যমে অ্যান্ড্রয়েডে অ্যাপ হাইড করার উপায়।
advertisement
2/7
বর্তমানে স্মার্টফোনের মাধ্যমে অনেক কাজই সহজে হয়ে যায়। তাই মানুষ অনেক অ্যাপও ব্যবহার করে। এই অ্যাপের মাধ্যমে বিভিন্ন কাজ সম্পন্ন করা হয়। এর মধ্যে কিছু অ্যাপ খুবই সংবেদনশীল হয়। তাই সেগুলো সুরক্ষিত রাখা খুবই প্রয়োজনীয়।
advertisement
3/7
এমন পরিস্থিতিতে, অনেকেই চায় না যে অন্য কেউ সেই অ্যাপগুলি দেখতে পাক বা অ্যাক্সেস করুক। ফোন অন্যের হাতে গেলে বিপদ আরও বেড়ে যেতে পারে। এই অবস্থায় জেনে রাখা প্রয়োজন যে, কীভাবে গোপন কোডের মাধ্যমে সেই অ্যাপগুলিকে লুকিয়ে রাখা যায়। এক নজরে দেখে নেওয়া যাক সেই উপায়।
advertisement
4/7
এর জন্য প্রথমেই সেটিংস অপশনে যেতে হবে। এরপর ইউজারদের Privacy অপশনে ক্লিক করতে হবে। এরপর Hide Apps-এর অপশন আসবে। ইউজাররা সেটি ক্লিক করার সঙ্গে সঙ্গে Set Privacy Password-এর অপশন দেখতে পাবেন।
advertisement
5/7
ইউজাররা সেখানে পাসওয়ার্ড সেট করার বিকল্প পেয়ে যাবে যাতে ইউজার ছাড়া অন্য কেউ সেটি অ্যাক্সেস করতে না পারে। এর পরে ইউজারদের রিকভারির জন্য একটি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে একজন শিক্ষকের নাম লিখতে হবে।
advertisement
6/7
এর পর ইউজাররা অ্যাপগুলির একটি তালিকা পাবেন। ইউজাররা যে অ্যাপগুলো হাইড করতে চান, এখান থেকে সেগুলো সিলেক্ট করতে হবে। তারপর এখানে ইউজারদের # এর মতো একটি বিশেষ অক্ষর সহ একটি গোপন কোড সেট করতে হবে।
advertisement
7/7
এর পর, ইউজাররা ব্যাকে চলে গেলে, ফোনের কোথাও সেই নির্বাচিত অ্যাপটি দেখতে পাবেন না। এই অ্যাপগুলি অ্যাক্সেস করতে, ইউজারদের সেই গোপন কোডটি এন্টার করতে হবে। এই ফিচারটি Realme ফোনে উপলব্ধ। অন্যান্য ফোনে, এই ফিচারটি অ্যাপ এনক্রিপশন নামেও রয়েছে। এই ধরনের একটি ফিচার সরাসরি অনেক ফোনেই পাওয়া যায় না।