Smartphone Under Rs 15000: ১৫ হাজারেরও কম দামে দুর্ধর্ষ ফোন নিয়ে এল ভিভো! আকর্ষণীয় 'লুক', শক্তিশালী ব্যাটারি, সুপার ফাস্ট চার্জিং!
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
ভারতে লঞ্চ হয়েছে Vivo Y27। এটি কোম্পানির নতুন Y সিরিজের স্মার্টফোন। এতে 50MP ক্যামেরা, 5000mAh ব্যাটারি এবং 44W দ্রুত চার্জিং সমর্থনের মতো বৈশিষ্ট্য রয়েছে। চলুন জেনে নেওয়া যাক এই ফোনটি সম্পর্কে বিস্তারিত।
advertisement
1/5

Vivo Y27 6GB RAM এবং 128GB স্টোরেজ-সহ একটি একক ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে এবং এর দাম রাখা হয়েছে ১৪,৯৯৯ টাকা। ফোনটি বারগান্ডি ব্ল্যাক, সি ব্লু এবং গার্ডেন গ্রিন কালার অপশনে বাজারে এসেছে। এটি, Amazon, Flipkart -এর পাশাপাশি কোম্পানির সাইট থেকে কেনা যাবে। (ছবি-ভিভো)
advertisement
2/5
Vivo Y27-এর স্পেসিফিকেশন সম্পর্কে জানিয়ে রাখি, এতে একটি 6.64-ইঞ্চি ফুল HD+ (2388 × 1080 পিক্সেল) IPS LCD ডিসপ্লে রয়েছে। এই ফোনটি Android 13 ভিত্তিক Funtouch OS 13-এ চলে। (ছবি-ভিভো)
advertisement
3/5
এই নতুন স্মার্টফোনটিতে 6GB RAM এবং 128GB স্টোরেজ সহ MediaTek Helio G85 প্রসেসর রয়েছে। এছাড়াও 6GB পর্যন্ত ভার্চুয়াল RAM এর জন্য সাপোর্ট রয়েছে। (ছবি-ভিভো)
advertisement
4/5
ফটোগ্রাফির জন্য ফোনের পিছনে 50MP প্রাইমারি ক্যামেরা এবং 2MP ম্যাক্রো ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফি তোলার জন্য ফোনের সামনে একটি 8MP ক্যামেরা রয়েছে। এই ফোনের ব্যাটারি 5000mAh এবং এখানে 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করা হয়েছে। (ছবি-ভিভো)
advertisement
5/5
সংযোগের জন্য, ব্লুটুথ 5.0, Wi-Fi 2.4 GHz / 5 GHz, FM এবং USB Type-C এই নতুন Vivo ফোনে সাপোর্ট হয়েছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এখানে সাইড মাউন্ট করা আছে। (ছবি-ভিভো)