TRENDING:

Smartphone Tips: চার্জ দিলে বা কথা বললেই ফোন গরম হয়ে উঠছে! মনে রাখুন ৫ টিপস্, সমাধান হাতের মুঠোয়

Last Updated:
Smartphone Overheating Problem: গরমের সময় ফোন অতিরিক্ত গরম হচ্ছে, তাহলে প্রথমেই খুঁজে বের করুন আসল সমস্যাটি‌। এই সময় পরিবেশ অত্যন্ত গরম থাকায় হতে পারে এই সমস্যা।
advertisement
1/6
চার্জ দিলে বা কথা বললেই ফোন গরম হয়ে উঠছে! মনে রাখুন ৫ সহজ টিপস্
গরমের সময় ফোন অতিরিক্ত গরম হচ্ছে, তাহলে প্রথমেই খুঁজে বের করুন আসল সমস্যাটি‌। এই সময় পরিবেশ অত্যন্ত গরম থাকায় হতে পারে এই সমস্যা।
advertisement
2/6
সরাসরি সূর্যের আলো থেকে স্মার্টফোনকে বাঁচিয়ে রাখতে হবে। ফোনের উপর সরাসরি সূর্যের আলো এসে পড়লে ফোন বেশ গরম হয়ে যায়।
advertisement
3/6
বেশি সময় ধরে ফোন ব্যবহার করলে তা গরম হয়ে ওঠে। তখন অবশ্যই ফোনের কেস খুলে রাখুন। নয়তো আরও গরম হয়ে উঠবে ফোন।
advertisement
4/6
ফোন গরম হয়ে গেলে কুলিং ফ্যান দিয়ে ঠান্ডা করে নেওয়া যেতে পারে। শুধু ফোনের জন্যই বাজারে নানারকম কুলিং ফ্যান পাওয়া যায়। সেগুলি দিয়ে ফোন ঠান্ডা রাখতে পারেন।
advertisement
5/6
ফোন অতিরিক্ত চার্জ করলে গরম হতে পারে ফোন। সেজন্য ফোন ৮০ শতাংশ চার্জ হলেই চার্জার খুলে দিতে হবে।
advertisement
6/6
চার্জিংয়ের সময় ফোনে কথা বললে অথবা সোশ্যাল মিডিয়া ব্যবহার করলেও ফোন গরম হতে পারে। এরকম হলে কিছু সময়ের জন্য মোবাইলের পাওয়ার বাটন অফ করে দিলেও কাজ হবে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Smartphone Tips: চার্জ দিলে বা কথা বললেই ফোন গরম হয়ে উঠছে! মনে রাখুন ৫ টিপস্, সমাধান হাতের মুঠোয়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল