TRENDING:

Smartphone Tips: বৃষ্টির জলে আপনার ফোনও এবার সুরক্ষিত, ১০০ টাকারও কমে নিজের ফোনকে করুন ওয়াটারপ্রুফ

Last Updated:
Smartphone Tips: বৃষ্টির জলে স্মার্টফোন খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক কম খরচে নিজেদের ফোন ওয়াটারপ্রুফ করার সহজ উপায়।
advertisement
1/6
বৃষ্টির জলে আপনার ফোনও এবার সুরক্ষিত, ১০০ টাকারও কমে ফোনকে করুন ওয়াটারপ্রুফ
বর্ষার মরশুম শুরু হয়েছে। এর ফলে তীব্র তাপপ্রবাহ থেকে কিছুটা হলেও স্বস্তি পাওয়া গিয়েছে। বর্ষা এলেই গরম থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া যায়। অন্য দিকে আবার বৃষ্টি হলে গাছপালাতেও প্রাণ আসে। ভারত কৃষিপ্রধান দেশ হওয়ায় বর্ষার গুরুত্ব খুবই বেশি। কারণ বৃষ্টির জল বিভিন্ন ধরনের চাষের ক্ষেত্রে খুবই প্রয়োজনীয়।
advertisement
2/6
এই কারণে অনেকেই বর্ষার আগমনের দিকে তাকিয়ে থাকেন। বর্ষাকালে আবার বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। বর্ষাকালে প্রধান সমস্যা হল বাড়ির বাইরে বের হওয়া। কারণ আজকাল সকলের কাছেই স্মার্টফোন রয়েছে। তাই বৃষ্টির জলে স্মার্টফোন খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক কম খরচে নিজেদের ফোন ওয়াটারপ্রুফ করার সহজ উপায়।
advertisement
3/6
কারও ফোন যদি হাই ওয়াটার রেজিস্ট্যান্ট হয়, তাহলে বৃষ্টিতে খুব একটা সমস্যা নেই। কিন্তু, কারও ফোন যদি ওয়াটারপ্রুফ না হয় তাহলে সমস্যা হতে পারে। কিন্তু, অনেকেই জানেন না যে কোনও সস্তা ফোনও মাত্র ৯৯ টাকায় ওয়াটারপ্রুফ করা সম্ভব। এক নজরে দেখে নেওয়া যাক সেই উপায়।
advertisement
4/6
এই বর্ষায় কেউ যদি চিন্তিত হন যে, তাঁর ফোন ভিজে গিয়ে নষ্ট হয়ে যেতে পারে, তাহলে জেনে রাখা প্রয়োজন যে, ফোনের জন্য বাজারে একটি বিশেষ কভার এসেছে, যাতে ফোনটি জলে পড়ে বা বৃষ্টিতে না ভিজে যায়। বিভিন্ন ই-কমার্স সাইটগুলিতে বিভিন্ন ধরনের ওয়াটারপ্রুফ কভার বা ব্যাগের কেস পাওয়া যায়। যার দাম ৯৯ টাকা থেকে শুরু করে ৩০০ টাকা পর্যন্ত।
advertisement
5/6
এই কভার স্বচ্ছ প্লাস্টিকের সঙ্গে আসে। এর ফলে এই কভার পরিয়ে ফোনের স্ক্রিনে টাচ করে কাজও করা যায়। এই ড্রাই ব্যাগে জল, ধুলো, বালি এবং ময়লার স্পর্শ থেকে ফোনকে বাঁচানোর জন্য একটি স্ন্যাপ এবং লক অ্যাক্সেস রয়েছে।
advertisement
6/6
এই কভারে একাধিক স্তর রয়েছে, যা গ্রাহকরা নিজেদের সুবিধা অনুযায়ী লক করতে পারেন। কিন্তু, লক করার সময় তাড়াহুড়ো করা উচিত নয়, যাতে নিজেদের ফোনের নিরাপত্তা নিয়ে সমস্যা হয়। এই ফোন কভারের সঙ্গে একটি দীর্ঘ স্ট্র্যাপও দেওয়া হয়েছে। এর ফলে খুব সহজেই ফোন গলায় ঝুলিয়ে রাখা যায়।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Smartphone Tips: বৃষ্টির জলে আপনার ফোনও এবার সুরক্ষিত, ১০০ টাকারও কমে নিজের ফোনকে করুন ওয়াটারপ্রুফ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল