TRENDING:

Smartphone Tips and Tricks: আসছে বর্ষা, ভিজলেই দফারফা ফোনের! ২ টিপস্ মনে রাখুন, মোবাইল হয়ে যাবে ওয়াটার প্রুফ

Last Updated:
Mobile phone waterproof: কয়েক সপ্তাহের মধ্যে বর্ষার মরশুম শুরু হতে চলেছে। এই মরশুমে স্মার্টফোনকে জল থেকে রক্ষা করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। বৃষ্টির মধ্যে আসা-যাওয়ার সময় স্মার্টফোনে জল ঢুকে যেতে পারে, এর ফলে নষ্ট হতে পারে দামি স্মার্টফোন।
advertisement
1/7
আসছে বর্ষা, ভিজলেই দফারফা ফোনের! ২ টিপস্ মানলে মোবাইল হয়ে যাবে ওয়াটার প্রুফ
কয়েক সপ্তাহের মধ্যে বর্ষার মরশুম শুরু হতে চলেছে। এই মরশুমে স্মার্টফোনকে জল থেকে রক্ষা করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। বৃষ্টির মধ্যে আসা-যাওয়ার সময় স্মার্টফোনে জল ঢুকে যেতে পারে, এর ফলে নষ্ট হতে পারে দামি স্মার্টফোন।
advertisement
2/7
কারণ স্মার্টফোনের যন্ত্রাংশগুলো খুবই সংবেদনশীল এবং সেগুলোতে জল ঢুকলে কাজ করা বন্ধ করে দিতে পারে। তারপরে লোকেরা এই স্মার্টফোন মেরামত করতে প্রচুর অর্থ ব্যয় করে, কারণ ফোনের যন্ত্রাংশগুলি খুবই ব্যয়বহুল।
advertisement
3/7
এমন অবস্থায় ফোনে জল যাওয়া বন্ধ করা খুবই জরুরি। কিন্তু, সকলের মনেই প্রশ্ন জাগে কীভাবে? আজ আমরা এই প্রশ্নের উত্তর দেব। আমরা এমন উপায় বলছি, যার মাধ্যমে যে কেউ নিজেদের স্মার্টফোনকে ওয়াটার প্রুফ করে তুলতে পারেন।
advertisement
4/7
১) ওয়াটার প্রুফ কেস -বর্তমানে, ওয়াটার প্রুফিং কেস বাজারে পাওয়া যায়, যার সাহায্যে যে কেউ স্মার্টফোনে জল আসা থেকে বন্ধ করতে পারে। এই কেসগুলি ডাস্ট প্রুফ এবং শক প্রুফ, যার কারণে ফোন পড়ে গেলেও সুরক্ষিত থাকে। এছাড়াও এটি সম্পূর্ণ বডির সুরক্ষার সঙ্গে আসে।
advertisement
5/7
এই কেসগুলি স্মার্টফোনকে এমনভাবে সিল করে দেয়, যাতে এক ফোঁটা জলও এতে প্রবেশ করতে না পারে। এই ক্ষেত্রে স্মার্টফোন সম্পূর্ণ নিরাপদ থাকে। প্রতিটি স্মার্টফোনের আকার ভিন্ন, তাই এই কেসগুলি বিভিন্ন মোবাইল ফোনের জন্য বিভিন্ন আকারে আসে। গ্রাহকরা ই-কমার্স প্লাটফর্ম অ্যামাজন থেকে এগুলি কিনতে পারেন।
advertisement
6/7
২) ওয়াটার প্রুফ পাউচ -স্মার্টফোনে জল প্রবেশ রোধ করার দ্বিতীয় সবচেয়ে কার্যকরী সমাধান হল ওয়াটার প্রুফ পাউচ। এগুলো ব্যবহার করাও বেশ সহজ। এর জন্য যা করতে হবে তা হল, নিজেদের স্মার্টফোনটি এই পাউচে রাখতে হবে এবং উপর থেকে এটি বন্ধ করে দিতে হবে।
advertisement
7/7
এই পাউচগুলি বেশ স্বচ্ছ, তাই ফোন দেখতে কোনও ধরনের সমস্যা হবে না। কেউ চাইলে এই পাউচে নিজেদের মোবাইল ফোন রেখে জলের নিচে ফটোগ্রাফিও করতে পারে। এই পাউচে একটি স্ট্র্যাপ রয়েছে, যাত এটিকে ঝুলিয়ে রাখা যেতে পারে। এর ফলে নিজেদের ফোন ধরে রাখারও দরকার পড়ে না।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Smartphone Tips and Tricks: আসছে বর্ষা, ভিজলেই দফারফা ফোনের! ২ টিপস্ মনে রাখুন, মোবাইল হয়ে যাবে ওয়াটার প্রুফ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল