Smart Phone Speakers: ফোনে গান বাজলে গমগম করবে ঘর! স্পিকারের ফুটোগুলো এভাবে পরিষ্কার করতে হবে নিয়মিত
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
আপনার স্মার্টফোনের স্পিকারেরর আওয়াজ কি কমে গিয়েছে? এই ছোট্ট সহজ-সরল কায়দায় নিমেষে করুন মুশকিল আসান
advertisement
1/7

ফোন নতুন থাকলে স্পিকারও খুব ভাল ভাবে কাজ করে। কিন্তু ব্যবহার করতে করতে কয়েক মাস পরে ফোনের সেই জোরালো সাউন্ড বা আওয়াজ যেন কমতে শুরু করে। অনেকেই মনে করেন যে, এতে জল পড়েছে। কিংবা স্পিকারের মধ্যে ধুলো ঢুকেছে। আসলে তাঁরা ঠিকই ভাবেন। কারণ জল আর ধুলোময়লা দ্রুত ফোনের স্পিকার খারাপ করে দিতে পারে। তাই কিছু কৌশল জেনে রাখা আবশ্যক। তাতে নিজের ফোনের স্পিকার ভাল রাখা সম্ভব হবে।
advertisement
2/7
সাফ-সাফাই করার আগে বিশেষ নজর:১. ফোন পরিষ্কার করার আগে ফোন স্যুইচ অফ করে নিতে ভুললে চলবে না।২. ফোনের স্পিকার গ্রিলে সরাসরি জল, থিনার, অ্যালকোহলের মতো কোনও তরল ঢালা চলবে না। এটা ফোনের ভিতরের অংশ নষ্ট করে দিতে পারে।৩. স্পিকার গ্রিলে কোনও রকম তীক্ষ্ণ বস্তু যেমন পিন অথবা ছুঁচ ব্যবহার করা চলবে না। এটা স্পিকার কার্টেনকে নষ্ট করে দিতে পারে।
advertisement
3/7
স্পিকার পরিষ্কার করার নিরাপদ উপায়: নরম দাঁতের ব্রাশ ব্যবহার:ইলেকট্রনিক্স সরঞ্জামের জন্য বিশেষ ভাবে ডিজাইন করা ক্লিনিং পুট্টি অথবা স্লাইম বাজারে পাওয়া যায়। এটিকে স্পিকার গ্রিলের উপর বসিয়ে হালকা চাপ দিতে হবে এবং তারপর তুলে ফেলতে হবে। এই আঠালো পদার্থটি ধুলো অথবা ময়লার উপর চেপে বসে। তারপর উঠিয়ে নিলেই তা পরিষ্কার হয়ে যায়।
advertisement
4/7
ইয়ার ক্লিনিং বাডস:ফোনের স্পিকার পরিষ্কার করার জন্য ড্রাই ইয়ার বাডসও ব্যবহার করা যেতে পারে। তবে সতর্ক থাকতে হবে। কারণ এভাবে পরিষ্কার করতে গেলে অনেক সময় বাডসের তুলোর রোঁয়া ভিতরে আটকে যেতে পারে। অতিরিক্ত চাপ দেওয়া চলবে না। ভেজা বাডস ব্যবহার করা উচিত নয়।
advertisement
5/7
থিনারের ব্যবহার:উপরোক্ত কৌশলে কাজ না হলে এটা ব্যবহার করা যেতে পারে। তবে খুবই সাবধানে। এর জন্য একটি ইয়ারবাড অথবা তুলোর মধ্যে এক ফোঁটা থিনার নিতে হবে। এবার বাইরের দিক থেকে স্পিকার গ্রিলটি আলতো করে পরিষ্কার করতে হবে। তবে খেয়াল রাখতে হবে যেন, এই তরল ভিতরে না চলে যায়।
advertisement
6/7
স্পেশ্যালাইজড ক্লিনিং কিট:স্মার্টফোন এবং ইলেকট্রনিক্স পরিষ্কার করার জন্য বাজারে আজকাল নানাবিধ স্পেশ্যাল কিটস পাওয়া যায়। এই কিটের মধ্যে থাকে ব্রাশ, এয়ার ব্লোয়ার, মাইক্রোফাইবার ক্লথ এবং নিরাপদ টুল। যা স্পিকার, পোর্ট, ক্যামেরা লেন্স ইত্যাদি পরিষ্কার করতে সহায়ক।
advertisement
7/7
পরিষ্কার করার পরেও যদি সাউন্ড ঠিকঠাক না আসে, তখন কী করণীয়?এই সমস্ত কৌশল অবলম্বনের পরেও যদি ঠিকঠাক ভাবে আওয়াজ না বেরোয়, তাহলে বুঝতে হবে যে, হার্ডওয়্যারের সমস্যা রয়েছে। এই পরিস্থিতিতে কোনও পেশাদার মোবাইল রিপেয়ার শপে যেতে হবে। কিংবা অথোরাইজড সার্ভিস সেন্টারেও যাওয়া যেতে পারে।