Smartphone Speaker: ফোনের স্পিকারের শব্দ কমে গিয়েছে? সেটিংসেই লুকানো আছে বাড়ানোর উপায়! এখনই জানুন
- Published by:Ankita Tripathi
- trending desk
Last Updated:
আমরা এখানে এমন কিছু পদ্ধতি সম্পর্কে জানাতে যাচ্ছি, যা ফোনের স্পিকারকে আরও জোর করবে। এক নজরে দেখে নেওয়া যাক সেই উপায়।
advertisement
1/9

বর্তমানে আমাদের প্রায় সকলের কাছেই স্মার্টফোন হল একটি খুবই গুরুত্বপূর্ণ ডিভাইস। কারণ স্মার্টফোন ছাড়া এখন আমাদের প্রায় এক মুহূর্তও চলে না। অফিসের কাজ থেকে শুরু করে দৈনন্দিন বিভিন্ন কাজ স্মার্টফোনের মাধ্যমেই করা হয়।
advertisement
2/9
তাই স্মার্টফোন ঠিক রাখা একটি গুরুত্বপূর্ণ বিষয়। যদি কারও ফোনের শব্দ কমে যায়, তাহলে তাঁকে সার্ভিস সেন্টারে ছুটতে হবে না। কারণ আমরা এখানে এমন কিছু পদ্ধতি সম্পর্কে জানাতে যাচ্ছি, যা ফোনের স্পিকারকে আরও জোর করবে। এক নজরে দেখে নেওয়া যাক সেই উপায়।
advertisement
3/9
ফোনের স্পিকারের শব্দ সময়ের সঙ্গে খুব ধীর হতে থাকে। এর ফলে ফোনে কথা শুনতে কষ্ট হয়। অনেকেই মনে করেন সার্ভিস সেন্টারে নিয়ে গেলেই এই সমস্যার সমাধান হয়ে যাবে।
advertisement
4/9
কিন্তু, ফোনটির ওয়ারেন্টি না থাকলে এর জন্য অনেক টাকা খরচ করতে হতে পারে। তাই কারও যদি এমন সমস্যা থাকে তাহলে আতঙ্কিত হওয়ার দরকার নেই। কারণ আমরা তাঁদের জন্য এমন কিছু পদ্ধতি নিয়ে এসেছি, যার সাহায্যে নিজেদের ফোনের স্পিকারের ভলিউম বাড়ানো যেতে পারে।
advertisement
5/9
নিজেদের ফোন থেকে যদি একেবারেই কোনও শব্দ না হয়, তাহলে প্রথমে এটি কোনও ব্লুটুথ ডিভাইসের সঙ্গে কানেক্ট করা আছে কি না দেখে নিতে হবে।
advertisement
6/9
যদি তা না হয় এবং স্পিকার থেকে ধীরগতির শব্দ শোনা যায়, তাহলে স্পিকারে ময়লা জমে থাকতে পারে। অতএব, প্রথমে নিজেদের স্পিকারের মধ্যে জমে থাকা ধুলো পরিষ্কার করতে হবে।
advertisement
7/9
যদি তা না হয় এবং স্পিকার থেকে ধীরগতির শব্দ শোনা যায়, তাহলে স্পিকারে ময়লা জমে থাকতে পারে। অতএব, প্রথমে নিজেদের স্পিকারের মধ্যে জমে থাকা ধুলো পরিষ্কার করতে হবে।
advertisement
8/9
এখানে ইউজাররা Sound & Notifications বা Sound & Vibrations-এর অপশন পাবেন। এটা সম্ভব যে এই বিকল্পটি কারও ফোনে অন্য নামে থাকতে পারে। এখানে ভলিউম অপশনে ক্লিক করলে স্লাইড বার দেখা যাবে। এখান থেকে ভলিউম বাড়াতে হবে। এখানে রিংটোন, মিডিয়া, অ্যালার্ম, বিজ্ঞপ্তির জন্য অন্যান্য অপশন পাওয়া যাবে।
advertisement
9/9
এই সব সিলেক্ট করার পরেও যদি কারও ফোনের স্পিকারের শব্দ একই থাকে, তাহলে তাকে আলাদাভাবে ভলিউম অ্যাপ ডাউনলোড করতে হবে। কেউ প্লে স্টোরে ভলিউম বুস্টার সার্চ করলে অনেক অপশন দেখতে পাবেন। এই ধরনের আলাদা অ্যাপ ব্যবহার করে স্পিকারের ভলিউম বাড়ানো যায়।