ফোনে চার্জ দেওয়ার দিন শেষ! নিউক্লিয়ার ব্যাটারি আসছে, একবার চার্জে চলবে ৫০ বছর
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Nuclear Battery: একবার চার্জ দিলে চলবে ৫০ বছর। ফোন চার্জি-এর দিন শেষ হল বলে!
advertisement
1/7

যত দামি ফোন কিনুন না কেন, ব্যাটারিতে চার্জ না থাকলে কী লাভ! দরকারের সময় যদি ফোনে চার্জ না থাকে, তা হলে বড় সমস্যা।
advertisement
2/7
ফোনে কোনও জরুরি কাজ করবেন, অথচ দেখছেন চার্জ নেই। ফোনের ব্যাটারি কখন লো ব্যাটারি সিগনাল দিয়েছে খেয়াল করেননি। এমন সমস্যায় কম-বেশি সবাই পড়েছেন।
advertisement
3/7
ফোনে চার্জ দেওয়ার ব্যাপারটা হয়তো এবার উঠে যাবে! কারণ, বেজিং-এর একটি সংস্থা দাবি করেছে, তারা নিউক্লিয়ার ব্যাটারি আবিষ্কার করে ফেলেছে। এই ব্যাটারিতে চার্জ দেওয়ার কোনও ঝক্কি নেই।
advertisement
4/7
বেটাভোল্ট নামের ওই সংস্থা দাবি করেছে, তারা একটি মাইক্রোচিপ তৈরি করেছে। সেটি অনেকটা এক টাকার কয়েনের মতো দেখতে। এই ব্যাটারি একবার চার্জ দিলে চলবে ৫০ বছর।
advertisement
5/7
৫ মিলিমিটার পুরু এই ব্যাটারি। ৩ ভোল্টের। ১০০ মাইক্রোওয়াট শক্তি উৎপন্ন করতে পারবে এই ব্যাটারি।
advertisement
6/7
ওই সংস্থা দাবি করেছে, বিশ্বের প্রথম ব্যাটারি এটি যাতে পারমানবিক শক্তি থাকবে খুব ক্ষুদ্র পরিসরে।
advertisement
7/7
চিকিৎসা বিজ্ঞান, মহাকাশ চর্চা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন এবং রোবটেও এই ব্যাটারি পরবর্তী সময়ে ব্যবহার করা যাবে বলে দাবি করেছে ওই চিনা সংস্থা।