TRENDING:

Motorola: মাত্র ৯,৯৯৯ টাকায় এল Motorola-র ধামাকাদার ফোন, Moto G14-এর ফিচার শুনে চোখ কপালে!

Last Updated:
Motorola: দাম ৯,৯৯৯ টাকা হলেও, এই ফোনে ব্যবহার করা হয়েছে আধুনিক ও উন্নতমানের ফিচার। একই সঙ্গে এই ফোনে ব্যবহার করা হয়েছে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা।
advertisement
1/8
মাত্র ৯,৯৯৯ টাকায় এল Motorola-র ধামাকাদার ফোন, Moto G14-এর ফিচার শুনে চোখ কপালে!
Motorola কোম্পানির ফোন যাঁদের খুব পছন্দ, তাঁদের জন্য রয়েছে সুখবর। কারণ Motorola কোম্পানি লঞ্চ করেছে একটি নতুন ফোন। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল Motorola কোম্পানির তরফে লঞ্চ করা হয়েছে একটি বাজেট ফোন। সুতরাং যাঁরা অনেকদিন ধরে কম দামের মধ্যে একটি ভাল মানের আধুনিক ফিচার ও ক্যামেরাযুক্ত ফোনের খোঁজ করছিল, তাঁদের জন্য Motorola কোম্পানির এই ফোন সেরা পছন্দ হতে পারে।
advertisement
2/8
কারণ Motorola কোম্পানির এই ফোনের দাম ৯,৯৯৯ টাকা হলেও, এই ফোনে ব্যবহার করা হয়েছে আধুনিক ও উন্নতমানের ফিচার। একই সঙ্গে এই ফোনে ব্যবহার করা হয়েছে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা। এক নজরে দেখে নেওয়া যাক Motorola কোম্পানির এই বাজেট ফোনের সমস্ত খুঁটিনাটি।
advertisement
3/8
Motorola কোম্পানি ভারতে লঞ্চ করেছে তাদের Moto G14 ফোন। এটি কোম্পানির জি-সিরিজের সাশ্রয়ী মূল্যের একটি মডেল। Moto G14 ফোনে ব্যবহার করা হয়েছে ৫০MP ক্যামেরা, ৫,০০০ mAh ব্যাটারি এবং ২০W ফাস্ট চার্জিংয়ের মতো ফিচার।
advertisement
4/8
৪ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের জন্য Moto G14 ফোনের দাম রাখা হয়েছে ৯,৯৯৯ টাকা। এই হ্যান্ডসেটটি স্টিল গ্রে এবং স্কাই ব্লু কালার অপশনে লঞ্চ করা হয়েছে। আগামী সপ্তাহে এই ফোনের Wiggle লেদার ভ্যারিয়েন্টও লঞ্চ করা হবে।
advertisement
5/8
এই নতুন স্মার্টফোনের বিক্রি শুরু হবে আগামী ৮ অগাস্ট দুপুর ১২টা থেকে। গ্রাহকরা এই ফোনটি Flipkart, দোকান এবং Motorola India ওয়েবসাইট থেকে কিনতে পারবেন। Flipkart থেকে এই ফোনটি কিনলে গ্রাহকরা ICICI ব্যাঙ্কের কার্ড লেনদেনে ৭৫০ টাকার তাৎক্ষণিক ছাড় পাবেন।
advertisement
6/8
Moto G14 ফোনের ফিচার সম্পর্কে কথা বললে বলতে হয় যে, ডুয়াল-সিম ন্যানো সাপোর্ট সহ এই স্মার্টফোনটি Android ১৩ ভিত্তিক My UX-এ চলে। এই ফোনে একটি ৬.৫ ইঞ্চির ফুল-এইচডি প্লাস (১০৮০ x ২৪০০ পিক্সেল) LCD ডিসপ্লে রয়েছে।
advertisement
7/8
এই স্মার্টফোনটিতে ৪GB LPDDR4X RAM এবং Arm Mali-G৫৭ MP1 GPU সহ একটি অক্টা-কোর Unisoc T616 প্রসেসর রয়েছে। ফটোগ্রাফির জন্য ফোনের পিছনে ৫০MP প্রাইমারি ক্যামেরা এবং ২MP ম্যাক্রো ক্যামেরা দেওয়া হয়েছে।
advertisement
8/8
একই সঙ্গে সেলফির জন্য এই ফোনের সামনে একটি ৮MP ক্যামেরা রয়েছে। ফোনটির ব্যাটারি ৫,০০০ mAh এবং এর সঙ্গে ২০W টার্বোপাওয়ার চার্জিং সাপোর্টও দেওয়া হয়েছে। এই ফোনটি IP৫২ রেটযুক্ত।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Motorola: মাত্র ৯,৯৯৯ টাকায় এল Motorola-র ধামাকাদার ফোন, Moto G14-এর ফিচার শুনে চোখ কপালে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল