Smartphone Inventor Martin Cooper: মোবাইল-এর আবিষ্কারক দিনে কতক্ষণ স্মার্টফোন ব্যবহার করেন? চমকে যাবেন শুনে
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Smartphone Inventor Martin Cooper: মোবাইল ফোনের আবিষ্কারক হয়েও তিনি এমন কথা বললেন!
advertisement
1/6

তিনি সেলফোন-এর আবিষ্কর্তা। মার্টিন কুপার। কে না চেনে তাঁকে! ১৯৭৩ সালে তাঁর হাতেই তৈরি প্রথম সেলফোন।
advertisement
2/6
এখন এমন মানুষ খুঁজে পাওয়া দায়, যাঁর হাতে স্মার্টফোন নেই। কেউ কেউ তো সারাদিন ডুবে রয়েছেন স্মার্টফোনে। অথচ যিনি সেলফোন-এর আবিষ্কারক, তিনি দিনে কতক্ষণ ব্যবহার করেন সেটি?
advertisement
3/6
মার্টিন কুপারের এখন ৯৩ বছর বয়স। সম্প্রতি BBC Breakfast শো-তে এসে মার্টিন বলেছেন, দিনের মাত্র ৫ শতাংশ সময় তিনি স্মার্টফোন ব্যবহার করেন। তিনি স্মার্টফোন ব্যবহারকারীদের ফোনের ব্যবহার কমানোর পরামর্শ দিয়েছেন।
advertisement
4/6
১৯৭৩ সালে প্রথমবার মার্টিন কুপার সেলফোনে নম্বর ডায়াল করেছিলেন। Motorola DynaTAC 8000X ফোন তৈরিতে তাঁর সময় লেগেছিল মাত্র তিন মাস। সংস্থার তরফে এই সেলফোন আবিষ্কারে ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছিল বলে জানা যায়।
advertisement
5/6
মার্টিন কুপার বলেছেন, য কোনও মানুষের ভার্চুয়াল লাইফ ছেড়ে বাস্তব জীবনে বেশি সময় কাটানো উচিত। তিনি সেলফোনের আবিষ্কর্তা হয়েও এমন কথা বলেছেন।
advertisement
6/6
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার জীবনে অনেকরকম সমস্যা ডেকে আনতে পারে, এই ব্যাপারে সতর্কবাণী শোনালেন মার্টিন কুপার। তিনি বলেছেন, মোবাইল ছেড়ে মানুষের জীবন নিয়ে মেতে থাকা উচিত।