TRENDING:

Smartphone Expiry Date: স্মার্টফোনেরও এক্সপায়ারি ডেট থাকে? কতদিন চলবে আপনার দামি মোবাইল? জানুন

Last Updated:
Smartphone Expiry Date: আমরা হয়তো কখনও ভেবেও দেখি না যে আমরা যে স্মার্টফোনটি ব্যবহার করছি তার মেয়াদ কত এবং কতদিন সেটি ব্যবহার করা যাবে।
advertisement
1/6
স্মার্টফোনেরও এক্সপায়ারি ডেট থাকে? কতদিন চলবে আপনার দামি মোবাইল? জানুন
আমরা বাজার থেকে যে সব জিনিস কিনি তাতে মেয়াদ শেষ হওয়ার তারিখ দেওয়া থাকে। অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ের পরে কোনও জিনিসই আর ব্যবহার করা ঠিক নয়। কিন্তু আমরা হয়তো কখনও ভেবেও দেখি না যে আমরা যে স্মার্টফোনটি ব্যবহার করছি তার মেয়াদ কত এবং কতদিন সেটি ব্যবহার করা যাবে।
advertisement
2/6
স্মার্টফোন বর্তমানে আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে। আজ স্মার্টফোন আর শুধুমাত্র কল করার জন্য ব্যবহার করা হয় না, ফটোশ্যুট থেকে শুরু করে অনলাইন নানা জিনিস অর্ডার করা এবং টিকিট বুক করা সহ নানা কাজে ব্যবহার করা হয়। এমন পরিস্থিতিতে আমাদের অবশ্যই জানা উচিত স্মার্টফোনের মেয়াদ কত দিন পর্যন্ত বজায় থাকে।
advertisement
3/6
স্মার্টফোন একটি ইলেকট্রনিক ডিভাইস। স্মার্টফোনের ব্যাটারিতে নানান কেমিক্যাল ইন্সট্রুমেন্ট ব্যবহার করা হয় যা একটি সময়ের পর শেষ হয়ে যায়। তবে স্মার্টফোনের ক্ষেত্রে নির্দিষ্ট কোনও মেয়াদ থাকে না। এতে প্রয়োজন মতো ব্যাটারি বা অন্যান্য পার্টস পরিবর্তন করে ব্যবহার করা যেতে পারে।
advertisement
4/6
যাঁরা ভাল ব্র্যান্ডেড স্মার্টফোন ব্যবহার করেন, তাঁরা কোনও রকমের রিপ্লেসমেন্ট ছাড়াই কয়েক দশক ধরে নির্দ্বিধায় নিজেদের স্মার্টফোন ব্যবহার করতে পারবেন। এই ধরনের ফোনে যে চিপ এবং ইন্সট্রুমেন্ট ব্যবহার করা হয় তা বছরের পর বছর চলতে থাকে।
advertisement
5/6
তবে বর্তমানে স্মার্টফোন নির্মাতারা ২-৩ বছর পর স্মার্টফোনের সফটওয়্যার আপডেট করা বন্ধ করে দেয়। এর ফলে পুরনো স্মার্টফোন আর ব্যবহারযোগ্য থাকে না। অনেকক্ষেত্রে কোম্পানি দুই থেকে তিন বছর পর ওই নির্দিষ্ট মডেলের অ্যাকসেসরিজ তৈরিও বন্ধ করে দেয়।
advertisement
6/6
স্মার্টফোন কখন পরিবর্তন করা উচিত? আসলে স্মার্টফোন কখন পরিবর্তন করতে হবে তা সম্পূর্ণ ভাবেই ব্যবহারকারীর উপর নির্ভর করছে। অনেকেই ঘন ঘন নিজেদের স্মার্টফোন পরিবর্তন করে বাজারে আসা নতুন স্মার্টফোন কিনে নেন মাত্র ৩ থেকে ৪ মাসের ব্যবধানে। তবে এর কোনও সুফল নেই। এতে করে গ্রাহকদের বাজেটেও টান পড়ে। বিশেষজ্ঞদের মতে, যতক্ষণ স্মার্টফোন ব্যবহারযোগ্য, ততক্ষণ তা ব্যবহার করা যেতে পারে। প্রয়োজনে খারাপ ব্যাটারি এবং স্ক্রিন পরিবর্তন করেও ফোন ব্যবহার করা যেতে পারে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Smartphone Expiry Date: স্মার্টফোনেরও এক্সপায়ারি ডেট থাকে? কতদিন চলবে আপনার দামি মোবাইল? জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল