TRENDING:

ফোনে চার্জ দেওয়ার সময় মাথায় রাখুন কিছু জিনিস! নইলেই সমস্যায় পড়তে পারেন

Last Updated:
স্মার্টফোন দীর্ঘদিন ভালো রাখতে হলে চার্জ দেওয়ার সময় কিছু গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলা জরুরি। সঠিকভাবে চার্জ দিলে ফোনের ব্যাটারি ও পারফরম্যান্স দুটোই ভালো থাকে।
advertisement
1/10
ফোনে চার্জ দেওয়ার সময় মাথায় রাখুন কিছু জিনিস! নইলেই সমস্যায় পড়তে পারেন
স্মার্টফোন দীর্ঘদিন ভালো রাখতে হলে চার্জ দেওয়ার সময় কিছু গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলা জরুরি। সঠিকভাবে চার্জ দিলে ফোনের ব্যাটারি ও পারফরম্যান্স দুটোই ভালো থাকে।
advertisement
2/10
প্রথমত, ফোন কখনোই ১০০ শতাংশ পর্যন্ত চার্জ করা উচিত নয়। এতে ব্যাটারির ওপর অতিরিক্ত চাপ পড়ে এবং ধীরে ধীরে ব্যাটারির ক্ষমতা কমে যায়। চেষ্টা করুন ৮০–৯০ শতাংশের মধ্যেই চার্জ খুলে নেওয়ার।
advertisement
3/10
দ্বিতীয়ত, ব্যাটারির চার্জ একেবারে শেষ হওয়ার আগেই ফোন চার্জে বসান। চার্জ খুব কম থাকাকালীন ফোন ব্যবহার করলে ব্যাটারির ক্ষতি হয় এবং ফোন দ্রুত খারাপ হতে পারে।
advertisement
4/10
তৃতীয়ত, ফোন সবসময় শক্ত ও সমতল জায়গায় রেখে চার্জ দিন, যেমন টেবিল বা তাক। বিছানা, বালিশ বা নরম জায়গায় ফোন চার্জ দিলে অতিরিক্ত গরম হয়ে ফোনের ক্ষতি হতে পারে।
advertisement
5/10
চতুর্থত, যে কোম্পানির ফোন ব্যবহার করছেন, সেই সংস্থার চার্জারই ব্যবহার করুন। এতে ফোন ও ব্যাটারি দীর্ঘদিন ভালো থাকে।
advertisement
6/10
পঞ্চমত, চার্জার লাগানোর সময় খুব জোরে চাপ দেবেন না। এতে ফোনের চার্জিং পোর্ট ও চার্জার—দুটোই নষ্ট হতে পারে।
advertisement
7/10
ষষ্ঠত, চার্জিং পোর্টে ধুলো জমতে দেবেন না। এই অংশে ধুলো জমলে চার্জিং সমস্যা দেখা দিতে পারে এবং ফোনের ক্ষতি হয়।
advertisement
8/10
সপ্তমত, চার্জ দেওয়ার সময় ফোন ব্যবহার না করাই ভালো। ফোন বন্ধ করে চার্জ দেওয়া সবচেয়ে নিরাপদ, যদিও ব্যস্ত জীবনে তা সবসময় সম্ভব হয় না।
advertisement
9/10
অনেকেই চার্জে বসিয়ে গেম খেলেন, গান শোনেন, ভিডিও দেখেন বা ফোনে কথা বলেন—এই অভ্যাসগুলো যতটা সম্ভব এড়িয়ে চললে ফোন অনেকদিন টিকে যাবে।
advertisement
10/10
সবশেষে, যে প্লাগ পয়েন্ট বা সকেট থেকে ফোন চার্জ দিচ্ছেন, সেটিও ভালো অবস্থায় আছে কি না নিশ্চিত করুন। নষ্ট বা ঢিলা প্লাগ পয়েন্ট থেকে শর্ট সার্কিট হয়ে ফোনে বড় সমস্যা হতে পারে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
ফোনে চার্জ দেওয়ার সময় মাথায় রাখুন কিছু জিনিস! নইলেই সমস্যায় পড়তে পারেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল