Smart TV Care Tips: সাবধান! বৃষ্টির দিনে ভুলেও করবেন না এই কাজ; নষ্ট হয়ে যেতে পারে সাধের স্মার্ট টিভি
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Smart TV Care Tips: বর্ষায় করা আপনার একটি ছোট ভুল অনেক টাকার খোয়াতে পারে। তাই এই সময়ে বিশেষ সাবধানতা অবলম্বন করা জরুরি।
advertisement
1/5

ক্যালেন্ডারে শরৎকাল চললেও বর্ষা কিন্তু এখনও পর্যন্ত বিদায় নেয়নি। ফলে ভেজা-স্যাঁতস্যাঁতে পরিবেশে ঘরের ইলেকট্রনিক সামগ্রীগুলির উপর বিশেষ নজর রাখা আবশ্যক। কারণ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস থাকলে তো কথাই নেই। কারণ বাজ পড়ে টিভি, এসি, ফ্রিজের মতো ইলেকট্রনিক ডিভাইস খারাপ হওয়ার আশঙ্কা বেড়ে যায়। তাই এই সময়ে বিশেষ সাবধানতা অবলম্বন করা জরুরি।
advertisement
2/5
তবে টিভি-র দিকে বিশেষ নজর রাখা উচিত। কারণ বর্ষার মরশুমে কেউ যদি ছোট ছোট কিছু ভুল করে ফেলেন, তাহলে তাঁকে এর মাসুল গুনতে হবে। আর স্মার্ট টিভি খারাপ হলে প্রচুর টাকা জলের মতো বেরিয়ে যাবে। তাই টিভি চালানোর ক্ষেত্রে কিছু ক্ষেত্রে নজর রাখা উচিত।
advertisement
3/5
টেলিভিশনের তার: বৃষ্টির দিনে ওয়্যারিংয়ের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে থাকে। তাই টিভি চালানো বা অন করার আগে সব সময় এর তার পরীক্ষা করে নেওয়া আবশ্যক। সমস্যা দেখা গেলে কোনও ইলেকট্রিশিয়ানের সঙ্গে আলোচনা করতে হবে। আর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হলে টিভি বন্ধ রাখাই শ্রেয়।
advertisement
4/5
স্যুইচ আর ভোল্টেজ: ড্রয়িং রুমের স্মার্ট টিভি সুরক্ষিত রাখতে টিভি-র স্যুইচ ও ভোল্টেজের উপর নজর দেওয়া আবশ্যক। টিভি অন করার পরেই যদি ইলেকট্রিক শক লাগে, তাহলে কিন্তু সাবধান! এর থেকে টিভি-র ক্ষতি পর্যন্ত হতে পারে। এর থেকে বাঁচতে ভোল্টেজ স্টেবিলাইজার ব্যবহার করতে হবে। এটা ভোল্টেজের ওঠা-নামার হাত থেকে রক্ষা করবে টিভি-কে।
advertisement
5/5
ভিজে হাত একেবারে নয়: ভিজে হাত দিয়ে বৈদ্যুতিন যন্ত্রপাতির স্যুইচে হাত দেওয়া উচিত নয়। এটা সকলেই জানেন। তবে অনেকেই যেটা জানেন না, সেটা হল - ভিজে হাত দিয়ে টিভির স্যুইচ কিংবা রিমোট পর্যন্ত ধরা উচিত নয়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঝুঁকি প্রবল। সেই সঙ্গে রিমোটের কার্যকারিতাও বন্ধ হয়ে যেতে পারে। কারণ ভিজে হাতে ধরলে রিমোটে জল ঢুকে যাওয়ার আশঙ্কা থাকে।