Slow Fan Reduce Electricity: ফ্যান স্পিড কমালে কম আসে বিদ্যুৎ বিল? কত নম্বরে চালানো উচিত আপনার 'Ceiling Fan'? জেনে নিন বিল বাঁচানোর সুপারহিট ফর্মুলা
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
How to Reduce Electric Bill: সত্যিই কি তাই? কম সংখ্যায় ফ্যান চালালে বিদ্যুৎ বিল কমে যায়? চলুন এ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
advertisement
1/7

বসন্ত যেতে না যেতে গ্রীষ্ম কড়া নাড়ছে ইতিমধ্যেই। আর গরমকাল মানেই দিনরাত মাথার উপর বোঁ বোঁ করে ঘুরছে ফ্যান। তবে এর ফলে ক্রমশ গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে বিদ্যুৎ বিল।
advertisement
2/7
যদিও পাখা বা ফ্যানের গতি কমে গেলে বিদ্যুৎ বিল কমে আসবে বলে সাধারণ ধারণা রয়েছে। এ জন্য রেগুলেটর ৫ এর পরিবর্তে ৪ নম্বরে ফ্যান চালানোর কথা বলা হয়। কিন্তু সত্যিই কি তাই? কম সংখ্যায় ফ্যান চালালে বিদ্যুৎ বিল কমে যায়? চলুন এ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
advertisement
3/7
ফ্যানের গতি কম রাখার পেছনের সত্যতা জেনে নিন: রেগুলেটর যেকোনও ফ্যানেরই গতি নিয়ন্ত্রণ করে। এবার এই রেগুলেটরটি কেমন তার ওপর নির্ভর করছে বেশ কয়েকটি বিষয়। বাজারে দুই ধরনের রেগুলেটর পাওয়া যায়। একটি নিয়ন্ত্রক বা রেগুলেটর ফ্যানের গতির পাশাপাশি এর বিদ্যুৎ খরচ নিয়ন্ত্রণ করে।
advertisement
4/7
বলা হয় এক ধরণের রেগুলেটর থাকলে ফ্যানের গতি কম রাখলে বিদ্যুৎ বিল কমে আসবে। অন্যদিকে, অন্য বেশ কিছু ধরণের রেগুলেটরের ক্ষেত্রে কিন্তু কোনও বিদ্যুৎ সাশ্রয় হয় না। অর্থাৎ, সেই ক্ষেত্রে আপনি ফ্যানের স্পিড কম রাখুন বা ফ্যানের স্পিড বাড়ান, এতে পাওয়ার সেভিং প্রভাবিত হয় না।
advertisement
5/7
ইলেকট্রনিক রেগুলেটর: এগুলি বিশেষ ধরনের নিয়ন্ত্রক, যা বিদ্যুৎ খরচ নিয়ন্ত্রণ করে। কিন্তু এই রেগুলেটরগুলোর আকার সাধারণ রেগুলেটরের চেয়ে বড়। এমন পরিস্থিতিতে বিদ্যুৎ সাশ্রয় করতে একান্তই চাইলে কিন্তু সেই ব্যবহারকারীকে বাড়িতে ইলেকট্রনিক রেগুলেটর ব্যবহার করতে হবে। যদিও জেনে রাখা ভাল এই ধরণের ইলেকট্রিক রেগুলেটরগুলি সাধারণ নিয়ন্ত্রকের চেয়ে বেশি ব্যয়বহুল।
advertisement
6/7
কোথায় কিনতে পাবেন? ইলেকট্রনিক রেগুলেটর খোলা বাজার থেকে কেনা যায়। এছাড়াও, এটি অ্যামাজন এবং ফ্লিপকার্টের মতো ই-কমার্স প্ল্যাটফর্ম থেকেও কেনা যেতে পারে সহজেই। এবার জেনে নিলেন এই গরমে কী ভাবে বিদ্যুৎ সাশ্রয় করে বিল নিয়ন্ত্রণে রাখবেন।
advertisement
7/7
আজ থেকেই শুরু করুন নতুন নিয়মে ফ্যান চালানো। তবে তার আগে দেখে নিন আপনার বাড়ির সিলিং ফ্যানের রেগুলেটরগুলি কোন ধরণের। প্রয়োজনে ইলেক্ট্রনিক রেগুলেটর আজই কিনে লাগিয়ে নিন।