TRENDING:

Sleeping Next To iPhone: ঘুমোনোর সময় মাথার কাছে চার্জ দিচ্ছেন মোবাইল? কী বিপদ ডেকে আনছেন কল্পনাও করতে পারবেন না, সতর্কতা জারি করেছে Apple

Last Updated:
Sleeping Next To iPhone: ঘুমোতে যাওয়ার আগে নিজের পাশে প্লাগ-ইন করে ফোনে চার্জ দিয়ে রাখেন বেশিরভাগ ব্যবহারকারী। তারপর তাঁরা শান্তিতে ঘুমিয়ে পড়েন। কিন্তু তাঁদের এই অভ্যাসের বিষয়ে সতর্ক করছে Apple। 
advertisement
1/7
ঘুমোনোর সময় মাথার কাছে চার্জ দিচ্ছেন মোবাইল? কী বিপদ ডেকে আনছেন কল্পনাও করতে পারবেন না!
অনেক iPhone ব্যবহারকারীই সারা রাত ফোনে চার্জ দিয়ে রেখে ঘুমিয়ে পড়েন। তাঁদের জন্য এক গুরুত্বপূর্ণ খবর এনেছে Apple। আসলে ঘুমোতে যাওয়ার আগে নিজের পাশে প্লাগ-ইন করে ফোনে চার্জ দিয়ে রাখেন বেশিরভাগ ব্যবহারকারী। তারপর তাঁরা শান্তিতে ঘুমিয়ে পড়েন। কিন্তু তাঁদের এই অভ্যাসের বিষয়ে সতর্ক করছে Apple।
advertisement
2/7
যদিও এই টেক জায়ান্ট অবশ্য সারা রাত ফোন চার্জ করতে বারণ করছে না। বরং তারা এটা জানিয়েছে যে, এমন কোথাও নিজের ফোন চার্জ করা উচিত নয়, যেখানে ওভারহিট হওয়ার আশঙ্কা রয়েছে। তাই ফোনে নেটফ্লিক্স দেখতে দেখতে চার্জিং কেবিল লাগিয়ে ব্ল্যাঙ্কেটের ভিতর নিয়ে ঘুমিয়ে পড়া চলবে না।
advertisement
3/7
Apple-এর সতর্কতায় ব্যাখ্যা করা হয়েছে যে, চাদর কিংবা ব্ল্যাঙ্কেট ঢাকা অবস্থায় iPhone চার্জ করা চলবে না। কারণ এটি ঢাকা থাকলে ভেন্টিলেশনের সমস্যা দেখা দেবে। যার ফলে দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা থেকেই যাবে।
advertisement
4/7
যদিও Apple-এর ওয়েবসাইটের মেমো এবং ডিটেলে ‘Important safety information for iPhone’-এ এই সতর্কবার্তা পাওয়া যাবে। শুধু তা-ই নয়, চার্জিং কেবিল পাওয়ার সোর্সের বা বিদ্যুতের উৎসের সঙ্গে যুক্ত থাকাকালীন চার্জিং কেবিল এবং কানেক্টরকে দীর্ঘ সময় ধরে ত্বকে লাগিয়ে রাখা চলবে না - এই সংক্রান্ত সতর্কবার্তাও থাকে। কারণ এমনটা করা হলে অস্বস্তি অথবা চোটের আশঙ্কা তৈরি হবে।
advertisement
5/7
ওই মেমো-তে আরও রয়েছে যে, ‘Sleeping or sitting on the charging cable or connector should be avoided’। সেই সঙ্গে এ-ও লেখা রয়েছে যে, এমন পরিস্থিতি এড়িয়ে চলতে হবে, যেখানে ব্যবহারকারীর ত্বক ডিভাইস, এর পাওয়ার অ্যাডাপ্টার অথবা একটি ওয়্যারলেস চার্জের সঙ্গে যুক্ত থাকে। সেটা যখন দীর্ঘ সময় ধরে চালু রয়েছে অথবা বিদ্যুতের উৎসের সঙ্গে যুক্ত রয়েছে, তখন তো একেবারেই নয়।
advertisement
6/7
এর পাশাপাশি নিজের iPhone, পাওয়ার অ্যাডাপ্টার এবং যে কোনও ওয়্যারলেস চার্জারকে একটি ভাল বায়ু চলাচলবিশিষ্ট জায়গায় রাখতে হবে। বিশেষ করে সেটি যখন ব্যবহৃত হচ্ছে কিংবা চার্জিংয়ে রয়েছে। শরীরের সংস্পর্শে থাকলে এর উপর বিশেষ খেয়াল রাখতে হবে। আসলে ব্যবহারকারী ঘুমিয়ে করলে ফোন অতিরিক্ত গরম হয়ে আগুন পর্যন্ত লেগে যেতে পারে।
advertisement
7/7
এই বিষয়ে সতর্ক করেছেন কেন্ট ফায়ার রেসকিউ-এর এক দমকলকর্মীও। সারা রাত ফোনে চার্জ দিলে কী কী বিপদ হতে পারে, সেই তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটকে পোস্টও করেছেন।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Sleeping Next To iPhone: ঘুমোনোর সময় মাথার কাছে চার্জ দিচ্ছেন মোবাইল? কী বিপদ ডেকে আনছেন কল্পনাও করতে পারবেন না, সতর্কতা জারি করেছে Apple
Open in App
হোম
খবর
ফটো
লোকাল