TRENDING:

SIM Fraud: গ্রাহকের নামে সিম কার্ড ইস্যু করে করা হচ্ছে আর্থিক প্রতারণা! আজই হন সাবধান

Last Updated:
SIM Fraud: সিম বা ফোন নাম্বার ব্যবহার করে এই সমস্ত আর্থিক প্রতারণা করা হচ্ছে তার অধিকাংশই নকল সিম। তবে কোন কোন উপায়ে এই ধরণের প্রতারণা চক্র থেকে মিলবে নিস্তার জানুন।
advertisement
1/8
গ্রাহকের নামে সিম কার্ড ইস্যু করে করা হচ্ছে আর্থিক প্রতারণা! আজই হন সাবধান
দক্ষিণ দিনাজপুর : আর্থিক প্রতারণার একটি ঘটনার তদন্ত নেমে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ যে সমস্ত তথ্যসূত্র হাতে পেয়েছে তাতে আর্থিক প্রতারণা চক্রের নতুন পন্থা সামনে এসেছে। যে সিম বা ফোন নাম্বার ব্যবহার করে এই সমস্ত আর্থিক প্রতারণা করা হচ্ছে তার অধিকাংশই নকল সিম।
advertisement
2/8
অর্থাৎ যিনি সিমটি ব্যবহার করছেন তিনি আসল মালিক নন। অন্য কারোর নামে তোলা সিম কে ব্যবহার করছে প্রতারকরা। জেলাতেও এই ধরনের চক্র জাল বিছিয়েছে। বেআইনি ও ফেক এই সিমকে রোধ করতে জেলা পুলিশ প্রশাসনের বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।
advertisement
3/8
সূত্রের খবর, বিভিন্ন ভাবে ফোনের মাধ্যমে প্রতারণা চক্রের ফাঁদে পা দিয়ে নিত্যদিনই সর্বস্বান্ত হওয়ার ঘটনা ঘটছে। পুলিশ ঘটনার তদন্তে নেমে জানতে পারছে জাল সিম কার্ড ব্যবহার করে প্রতারণার ঘটনা ঘটাছে প্রতারণা চক্র। একটি মামলার তদন্ত করতে গিয়ে দিনভর জেলার সমস্ত পুলিশ স্টেশন এলাকায় সাইবার ক্রাইম দফতরের সহযোগিতায় পয়েন্ট অফ সেল যেখান থেকে সিম কার্ড বিক্রি হয় এরকম ৯১ টি পয়েন্টে হানা দেওয়া হয়। এবং প্রথম দিনেই বড়সড়ো সাফল্য পেয়েছে জেলা পুলিশ।
advertisement
4/8
এই ঘটনার পরই পুলিশের তরফে আধার কার্ডের সঙ্গে কতগুলি সিম কার্ড লিঙ্ক করা রয়েছে, তা নিয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
advertisement
5/8
টেলিকম ডিপার্টমেন্টের নিয়ম অনুযায়ী, এক ব্যক্তি তাঁর আধার কার্ডের সঙ্গে সর্বাধিক ৯টি সিম কার্ড লিঙ্ক করাতে পারেন। মূলত বড় পরিবারের জন্যই এই পরিষেবা দেওয়া হয়। তবে এই নিয়মের অপব্যবহারও করা হচ্ছে। সেই কারণেই টেলিকম বিভাগ সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে।
advertisement
6/8
টেলিকম বিভাগের নিজস্ব একটি ওয়েবসাইট রয়েছে, যার নাম সঞ্চার সাথী। tafcop.dgtelecom.gov.in এই ওয়েবসাইটে ক্লিক করে গ্রাহকরা দেখতে পাবে যে গ্রাহকের নামে কটা সিম কার্ড ইস্যু করা হয়েছে। পাশাপাশি হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইলের সিম কার্ডও ব্লক করে দিতে পারবেন সহজেই।
advertisement
7/8
অভিজানের পর সাইবার ক্রাইম বিভাগ থেকে এই অভিযানে মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে। সাইবার থানার পুলিশ ধৃত তিনজনের কাছে যে সিম পেয়েছে সেগুলো সব অন্যের নামে।
advertisement
8/8
তবে কিভাবে তাঁরা ওই সিম গুলো অ্যাক্টিভেট করল এবং তাঁরা এই সিম গুলো কাদের দিত এই নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি এই সিম জালিয়াতি চক্রে আরও কেউ জড়িত রয়েছে তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। (তথ্য-সুস্মিতা গোস্বামী)
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
SIM Fraud: গ্রাহকের নামে সিম কার্ড ইস্যু করে করা হচ্ছে আর্থিক প্রতারণা! আজই হন সাবধান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল