TRENDING:

বাড়িতে দেড় টন এসি! AC না চললে কি ঢেকে রাখতে হয়? অনেকেই না জেনে ভুল করেন

Last Updated:
Air Conditioner covers: শীতকালে দীর্ঘদিন এসি বন্ধ থাকার কারণে গ্যাস কমে যাওয়া, যেকোনও পার্টসে সমস্যা সহ নানারকম অসুবিধা দেখা দিতে পারে৷ তবে সেই সব সমস্যার টেকনিশিয়ানকে দিয়ে সমাধান করা যেতে পারে। তবে অনেকে আবার মনে করেন, এসি ঢেকে রাখলে সেটি খারাপ হতে পারে। এই ধারণা একেবারেই ভুল।
advertisement
1/7
বাড়িতে দেড় টন এসি! AC না চললে কি ঢেকে রাখতে হয়? অনেকেই না জেনে ভুল করেন
এসি সম্পর্কে একাধিক গুজব রটে। অনেকেই মনে করেন, এসি বছরে একবার সার্ভিস করালেই চলে। এই তথ্য কিন্তু সঠিক নয়। এসি বছরে কম করে তিনবার সার্ভিস করানো উচিত। গরম পড়ার আগে, গরমের শেষে ও বছরের মাঝামাঝি সময়ে।
advertisement
2/7
আজকাল বেশিরভাগ বাড়িতেই স্প্লিট এসি। অনেকেই ইনভার্টার এসি কেনেন। তাতে বিদ্যুতের বিলে সাশ্রয় হয়। তবে এসি নিয়ে আরেকটা ভুল ধারণাও রয়েছে। এসি কি ব্যবহার না করলে ঢেকে রাখা উচিত!
advertisement
3/7
 শীতকালে দীর্ঘদিন এসি বন্ধ থাকার কারণে গ্যাস কমে যাওয়া, যেকোনও পার্টসে সমস্যা সহ নানারকম অসুবিধা দেখা দিতে পারে৷ তবে সেই সব সমস্যার টেকনিশিয়ানকে দিয়ে সমাধান করা যেতে পারে। তবে অনেকে আবার মনে করেন, এসি ঢেকে রাখলে সেটি খারাপ হতে পারে।
advertisement
4/7
এসি ব্যবহার না করলে ঢেকে রাখা সঠিক কাজ। এতে এসির ভিতরে ধুলো জমার সম্ভাবনা কমে। তবে কয়েকটি জিনিস এক্ষেত্রে মাথায় রাখতে হবে।
advertisement
5/7
আপনার বাড়ির এসির মাপের কভার কিনবেন। কভার যেন বেশি ভারি বা ডিজাইনের না হয়। চেষ্টা করবেন কোনও ব্র্যান্ডেড সংস্থার কভার কেনার।
advertisement
6/7
এসির ১০০ শতাংশ ঢেকে রাখবেন না। কিছুটা অংশ যেন ফাঁকা থাকে, যাতে বন্ধ অবস্থায় এসির ভিতর বাষ্প জমতে না পারে।
advertisement
7/7
আপনি ভাল কোয়ালিটির পলেস্টার কভার কিনতে পারেন। অনলাইন হোক অফলাইন, এসি কভারের মাপ দেখে কিনবেন।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
বাড়িতে দেড় টন এসি! AC না চললে কি ঢেকে রাখতে হয়? অনেকেই না জেনে ভুল করেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল