Short Circuit: শর্ট সার্কিট থেকে দাউদাউ জ্বলতে পারে গোটা বাড়ি, দুর্ঘটনা এড়াতে এই ৭ টা জিনিস মাথায় রাখতেই হবে
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
যে-কোনও বৈদ্যুতিক যন্ত্র সার্কিটের মাধ্যমে চলে। অন্য যে-কোনও কিছুর মতো বিদ্যুৎও চলাচলের সহজ পথ খোঁজে। বিদ্যুৎপ্রবাহের জন্য যখন একটা নতুন পথ তৈরি হয়, যেখানে আগের সার্কিটের চেয়ে বাঁধা কম,তখন বিদ্যুৎ সেই পথে চলাচল করে। শর্টকাট পথে বাধাহীন চলাচলের ফলে অত্যন্ত দ্রুতগতিতে অতিরিক্ত ইলেকট্রন প্রবাহিত হয়। ইলেকট্রনের দ্রুতগতির ফলে উৎপন্ন হয় তাপ। সেই তাপ বার হওয়ার জন্য বিস্ফোরণ হয়, তাতেই আগুন লাগে! একেই বলে শর্টসার্কিট!
advertisement
1/7

যে-কোনও বৈদ্যুতিক যন্ত্র সার্কিটের মাধ্যমে চলে। অন্য যে-কোনও কিছুর মতো বিদ্যুৎও চলাচলের সহজ পথ খোঁজে। বিদ্যুৎপ্রবাহের জন্য যখন একটা নতুন পথ তৈরি হয়, যেখানে আগের সার্কিটের চেয়ে বাঁধা কম,তখন বিদ্যুৎ সেই পথে চলাচল করে। শর্টকাট পথে বাধাহীন চলাচলের ফলে অত্যন্ত দ্রুতগতিতে অতিরিক্ত ইলেকট্রন প্রবাহিত হয়। ইলেকট্রনের দ্রুতগতির ফলে উৎপন্ন হয় তাপ। সেই তাপ বার হওয়ার জন্য বিস্ফোরণ হয়, তাতেই আগুন লাগে! একেই বলে শর্টসার্কিট! শর্টসার্কিট এড়াতে কী কী বিষয় মাথায় রাখবেন?
advertisement
2/7
টু–প্রং (দুটি ছিদ্রযুক্ত) আউটলেটের জায়গায় থ্রি–প্রং আউটলেট (তিনটি ছিদ্রযুক্ত) ব্যবহার করুন। থ্রি–প্রং আউটলেট উচ্চ ভোল্টেজ জল্ট বা ঝাঁকুনি প্রতিরোধ করে। যে-কোনও বিদ্যুৎ–সংযোগে উন্নত মানের কেবল ও ভাল কোম্পানির সার্টিফায়েড তার ব্যবহার করুন। যে-কোনও বিদ্যুৎ–সংযোগের কাজ করার আগে বিদ্যুতের সংযোগ বন্ধ করুন।
advertisement
3/7
শর্টসার্কিট প্রতিরোধে অবশ্যই জাতীয় বিল্ডিং কোড অনুসরণ করে বাড়ি তৈরি করতে হবে। বাড়ির দেওয়ালের ভিতর বা বাইরের যে অংশ দিয়ে বৈদ্যুতিক সংযোগ স্থাপন করতে চান, সেটি অবশ্যই জাতীয় বিল্ডিং কোডের মাপ অনুযায়ী হতে হবে।
advertisement
4/7
মাল্টিপ্লাগ ব্যবহারে সাবধান থাকতে হবে। অনেকে একটি ইলেকট্রিক্যাল আউটলেটে একাধিক মাল্টিপ্লাগ ব্যবহার করেন। তখন ওভারলোডের ফলে শর্টসার্কিট হতে পারে।
advertisement
5/7
অনেক সময় অতিরিক্ত তাপের কারণে শর্টসার্কিটের ঘটনা ঘটে। এ ছাড়া জলের কারণেও শর্টসার্কিট হতে পারে। তাই অবশ্যই রান্নাঘর, ফ্লোর, ওয়াশিং মেশিন, গ্যাস বার্নার থেকে ইলেকট্রিক লাইনগুলো দূরে রাখতে হবে। এমনভাবে বোর্ড অথবা অন্যান্য কানেকশন ব্যবহার করতে হবে, যেন কোনওভাবেই বৈদ্যুতিক লাইন তাপ অথবা জলের সংস্পর্শে না আসে।
advertisement
6/7
আকাশে বিদ্যুৎ চমকালে শুধু বৈদ্যুতিক বাতির মতো প্রয়োজনীয় যন্ত্র ব্যবহার করুন। টেলিভিশন, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিনের মতো হাই-ভোল্টেজের বিদ্যুৎ–সংযোগগুলো বন্ধ রাখুন।
advertisement
7/7
বাড়িতে অবশ্যই ফিউজ বক্স বা সার্কিট বক্স রাখুন। প্রায় সব বাড়িতেই এখন সার্কিট ব্রেকার বা ফিউজ ইনস্টল থাকে। ফিউজ বক্সে থাকে প্রতিস্থাপনযোগ্য ফিউজ। হুট করে ইলেকট্রিসিটির প্রবাহ বেড়ে গেলে ওই প্রতিস্থাপনযোগ্য ফিউজটি গলে যায়। তুলনামূলক পুরোনো বাড়িতে ফিউজ বক্স থাকে। অন্যদিকে সার্কিট ব্রেকার বক্সে একটি সুইচ থাকে, যেটি নির্দিষ্ট মাত্রার চেয়ে অতিরিক্ত ইলেকট্রিসিটি প্রবাহিত হলে একা একাই বিভিন্ন সার্কিটের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এরপর আপনি সুইচটি অন করে দিলে আবার সার্কিটগুলো সংযোগ পাবে।