বাড়ছে দূষণ, বিষ বাতাস থেকে বাঁচতে পরুন মাস্ক
Last Updated:
বর্তমানে বাজারে অনেক ধরনের মাস্ক পাওয়া যায়, যা কটন ও ভালো ফেব্রিকের তৈরি। জেনে নিন কোনগুলি বেশি ভাল
advertisement
1/8

কলকাতার দূষণ পরিস্থিতিতে সম্প্রতি লাল দাগ। বাতাসে মাত্রাছাড়া বিষ। ঘূর্ণিঝড় আসার আগেই দূষণে মুখ ঢাকল কলকাতা। বালিগঞ্জ, রবীন্দ্রভারতী-সহ একাধিক জায়গায় অতি খারাপের মাপকাঠি ছাড়াল দূষণের মাত্রা। দূষণ আটকাতে মাস্ক দাওয়াই। বর্তমানে বাজারে অনেক ধরনের মাস্ক পাওয়া যায়, যা কটন ও ভালো ফেব্রিকের তৈরি। বাতাসে থাকা ধুলাবালি, দূষণকারী উপাদান, ব্যাকটেরিয়া ও ভাইরাস শরীরে প্রবেশে বাধা দেয় মাস্ক। জেনে নিন কোনগুলি বেশি ভাল
advertisement
2/8
Vogmask N99 - দাম প্রাই ২০০০ টাকা থেকে। এই মাস্কটি ০.৩ মাইক্রনের আকারের কণাকে আপনার নাক অবধি পৌছাতে বাঁধা দেবে। এতে এরেছে N99 ফিল্টার।
advertisement
3/8
Mi AirPOP PM2.5- এই মাস্কটি ০.৩ মাইক্রনের আকারের কণাকে আপনার নাক অবধি পৌছাতে বাঁধা দেবে। শাওমির দাবি, প্রায় ৯৯.৯৭ শতাংশ দূষণকণা আটকাতে পারবে Mi AirPOP PM2.5। দাম ২৪৯ টাকা।
advertisement
4/8
Atlanta Healthcare Cambridge Admiral N99 - এই মাস্কটির দাম শুরু হচ্ছে ২,১৯৯ টাকা থেকে।
advertisement
5/8
Prana Air Motion Pollution mask - এই মাস্কটির দাম শুরু হচ্ছে ২,৯৯০ টাকা থেকে।
advertisement
6/8
AirOK N99 Mask - এই মাস্কটির দাম প্রাই ২৫০ টাকা। এই মাস্কটি ২.৫ মাইক্রনের আকারের কণাকে আপনার নাক অবধি পৌছাতে বাঁধা দেবে।
advertisement
7/8
idMASK2 - এই মাস্কটি ০.৩ মাইক্রনের আকারের কণাকে আপনার নাক অবধি পৌছাতে বাঁধা দেবে। দাম শুরু প্রাই ৩০০০ টাকা
advertisement
8/8
Honeywell D7002 - এই মাস্কগুলি হাল্কা ওজনের, আর কিছুদিন ব্যবহার করে ফেলে দিতে হয়। ১০টি মাস্কএর দাম ৩৯৫ টাকা