মেট্রো, বাস, ছাড়ুন...! জলের দরে বাজার মাতাচ্ছে পাঁচ 'ই-স্কুটার'! চোখ ধাঁধানো ফিচার, টেরিফিক রেঞ্জ, সুপার 'সস্তা'
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Scooter: ই-স্কুটারগুলিতে একদিকে যেমন খরচ কম, তেমনি দেখতেও ঝকঝকে-আধুনিক। জানলে অবাক হবেন যে মেট্রোর ভাড়ার থেকেও কম খরচে দৈনন্দিন যাতায়াত করা সম্ভব এই ই-স্কুটারগুলির মাধ্যমে।
advertisement
1/11

নামমাত্র মেইন্টেন্যান্স। আবার বিদ্যুৎ খরচে জবরদস্ত সাশ্রয়। মেট্রোর ভাড়ার থেকেও কম খরচে অফিস যাতায়াত এবার সম্ভব। বাজারে এসে গেল Ola, TVS, Ather, Hero ও Bajaj-এর এই ৫ ই-স্কুটার। যেমন কম দাম, তেমনি ফিচার! দুর্দান্ত রেঞ্জের স্কুটারগুলির মধ্যে কোনটি আপনার জন্য সেরা? দেখুন তালিকা। AI Generated Representative Image
advertisement
2/11
বস্তুত আজকাল সুপার ফাস্ট লাইফ। যত সময় বাঁচানো যায় জীবন ততই গতিময়। তাই নিত্যদিন অফিস বা কলেজে পৌঁছতে অনেকেই নতুন নতুন বিকল্প খুঁজছেন। আর এখানেই জাদু দেখাচ্ছে ইলেকট্রিক স্কুটার। ট্র্যাফিক, জ্বালানি খরচ ও সময়ের অপচয় — এই তিন সমস্যার মুশকিল আসান হয়ে উঠেছে ই-স্কুটার। AI Generated Representative Image
advertisement
3/11
ই-স্কুটারগুলিতে একদিকে যেমন খরচ কম, তেমনি দেখতেও ঝকঝকে-আধুনিক। জানলে অবাক হবেন যে মেট্রোর ভাড়ার থেকেও কম খরচে দৈনন্দিন যাতায়াত করা সম্ভব এই ই-স্কুটারগুলির মাধ্যমে। AI Generated Representative Image
advertisement
4/11
এখন দেশের বাজারে একাধিক ইলেকট্রিক স্কুটার পাওয়া যাচ্ছে। তবে তার থেকে আপনার পছন্দ ও প্রয়োজন মতো খুঁজে নিতে হবে। আজ এই প্রতিবেদনে আপনার সঙ্গে পরিচয় করিয়ে দেব বাজারের সেরা পাঁচটি ইলেকট্রিক স্কুটার, যেগুলির কম দাম এবং দুর্দান্ত রেঞ্জ, আকর্ষণীয় ডিজাইন এবং প্রযুক্তিগত দিক থেকে অত্যাধুনিক চোখ ধাঁধানো সব ফিচার রয়েছে এই স্কুটারগুলোতে। AI Generated Representative Image
advertisement
5/11
১. Honda Activa-এহোন্ডার জনপ্রিয় স্কুটার অ্যাক্টিভার ইলেকট্রিক সংস্করণ এবার বাজারে। এতে রয়েছে একটি সোয়াপযোগ্য 1.5 kWh লিথিয়াম আয়ন ব্যাটারি, যা যুক্ত করা হয়েছে পার্মানেন্ট ম্যাগনেট সিঙ্ক্রোনাস মোটরের সঙ্গে।
advertisement
6/11
রেঞ্জ: ১০২ কিমি (ফুল চার্জে)বিশেষ ফিচার: ব্যাটারি সোয়াপ সুবিধা। এই স্কুটারটি শহরের ভিতরে দৈনিক যাতায়াতের জন্য আদর্শ। Representative Image
advertisement
7/11
২. Ola S1 Pro+ভারতীয় বাজারে অন্যতম জনপ্রিয় ব্যাটারি-চালিত স্কুটারগুলির মধ্যে একটি হল Ola S1 Pro+।ব্যাটারি বিকল্প: 4kWh ও 5.3kWhরেঞ্জ: ২৪২ থেকে ৩২০ কিমি পর্যন্তদাম: ১.৪৮ লক্ষ টাকা থেকে শুরুমোটর: মিড ড্রাইভ IPMফিচার: হাই-টেক ড্যাশবোর্ড, রিভার্স মোড, ক্রুজ কন্ট্রোললম্বা রেঞ্জ এবং স্টাইলিশ ডিজাইন যাঁদের প্রয়োজন, তাঁদের জন্য এটিই পারফেক্ট।
advertisement
8/11
৩. TVS iQubeদেশের বাজারের আরও একটি বিশ্বস্ত ব্র্যান্ড TVS-এর iQube স্কুটারে আধুনিক ডিজাইন এবং বেছে নেওয়ার মতো ব্যাটারি রয়েছে।ব্যাটারি অপশন: 2.2 kWh এবং 3.4 kWhরেঞ্জ: ৭৫ থেকে ১০০ কিমিদাম: ৮৯,৯৯৯ টাকা থেকে শুরু। (এক্স শোরুম)ফিচার: BLDC হাব মোটর, স্মার্ট কানেক্ট অ্যাপযাঁরা সাশ্রয়ী মূল্যে স্মার্ট ও নির্ভরযোগ্য ই-স্কুটার চান, তাঁদের জন্য iQube উপযুক্ত।
advertisement
9/11
৪. Ather 450Sদুর্দান্ত ডিজাইন এবং স্টার্টআপ ইনোভেশন রয়েছে এই স্কুটারটিতে।ব্যাটারি: 2.9 kWhরেঞ্জ: ১২২ কিমি (IDC রেঞ্জ)দাম: ১.২৯ লক্ষ টাকাফিচার: পার্মানেন্ট ম্যাগনেট মোটর, স্মার্ট কন্ট্রোলযাঁরা দ্রুত চার্জিং, স্মার্ট ফিচার ও আউটলুকে আধুনিকতা চান, তাঁদের জন্য আদর্শ।
advertisement
10/11
৫. Hero Vida V2 Plusই-স্কুটারটি ফিচার ও দামে মানানসই দারুণ একটি মডেল।ব্যাটারি: 3.4 kWh রিমুভেবল লি-আয়ন ব্যাটারিরেঞ্জ: ১৪৩ কিলোমিটারদাম: ৮৫,৩০০ টাকা (এক্স শোরুম)ফিচার: রিমুভেবল ব্যাটারি, আধুনিক মোটর, ইউএসবি চার্জারযাঁরা চার্জিং কনভিনিয়েন্স চান বা রেন্টাল ফ্ল্যাটে থাকেন, তাঁদের জন্য এটি উপযুক্ত।
advertisement
11/11
আপনিও যদি এই গরমে ট্রেনে-বাসে বা মেট্রোর ভিড় ছেড়ে একটু স্বাধীন ভাবে আর কম সময়ে ও সস্তায় অফিস যাতায়াত করতে চান, তাহলে এই পাঁচটি ই-স্কুটার আপনার জীবনের অন্যতম বিকল্প সমাধান হতে পারে যে কোনও দিন। এগুলো একদিকে যেমন দূষণমুক্ত ও কম খরচের যানবাহন, তেমনই স্টাইলিশ আর টেক ফ্রেন্ডলি। তাই এখনই সিদ্ধান্ত নিন, আর খরচ বাঁচিয়ে পরিবেশেরও উপকার করুন।