TRENDING:

iPhone Documents Scanner: আইফোনের এই গোপন অ্যাপটির কথা জানতেন? আজই জানুন এর ব্যবহার, কোথায় পাওয়া যায় দেখুন

Last Updated:
iPhone Documents Scanner: আইফোনে ডকুমেন্ট স্ক্যানার রয়েছে। সেটা ফোনের সেটিংসে নয়, রয়েছে ফাইল অ্যাপে। তাই অনেকেই খুঁজে পান না।
advertisement
1/9
আইফোনের এই গোপন অ্যাপটির কথা জানতেন? আজই জানুন এর ব্যবহার, কোথায় পাওয়া যায় দেখুন
অনেকেই আইফোনে আলাদা করে ডকুমেন্ট স্ক্যানার অ্যাপ ডাউনলোড করেন। কিন্তু এর কোনও প্রয়োজন নেই। এই ফিচার আইফোনে ইনবিল্ড থাকে। অনেকেই সেটা জানেন না।
advertisement
2/9
এর মাধ্যমে আইফোন ইউজাররা যে কোনও কিউআর কোড, বারকোড স্ক্যান করতে পারবেন। শুধু তাই নয়, ইমেজ থেকে টেক্সটও আলাদা করা যায় আইফোন স্ক্যানারের সাহায্যে। কোথায় এই ফিচার রয়েছে এবং কীভাবে ব্যবহার করতে হয়, জেনে নেওয়া যাক।
advertisement
3/9
আইফোনে ডকুমেন্ট স্ক্যানারের বদলে ক্যামেরা অ্যাপ ব্যবহার করা হয়: সাধারণত আইফোন ইউজাররা কোনও কিছু স্ক্যান করার জন্য ডকুমেন্ট স্ক্যানারের পরিবর্তে ক্যামেরা অ্যাপ ব্যবহার করেন।
advertisement
4/9
ফলে ছবিতে ক্লিক করার পর স্ক্যান করার সময় অনেক কিছু মিস হয়ে যায়। এই কারণে বারবার স্ক্যান করতে হয়। নষ্ট হয় সময়। কিন্তু আইফোনে ডকুমেন্ট স্ক্যানার রয়েছে। সেটা ফোনের সেটিংসে নয়, রয়েছে ফাইল অ্যাপে। তাই অনেকেই খুঁজে পান না।
advertisement
5/9
আইফোনের কোথায় রয়েছে ডকুমেন্ট স্ক্যানার: প্রথম ধাপ, আইফোনে ডকুমেন্ট স্ক্যানার ফিচার ব্যবহার করার জন্য প্রথমে ফাইল অ্যাপ খুলতে হবে। দ্বিতীয় ধাপ, এরপর ইউজার নীচে ৩টি অপশন দেখতে পাবেন। সেখান থেকে ব্রাউজার অপশনে ক্লিক করতে হবে।
advertisement
6/9
তৃতীয় ধাপ, এবার ক্লিক করতে হবে উপরের ডান দিকের ৩টি ডটে। চতুর্থ ধাপ, এখানে সিলেক্ট, নিউ ফোল্ডার, কানেক্ট টু সার্ভারের মধ্যে রয়েছে স্ক্যান ডকুমেন্টস অপশন। তাতে ক্লিক করতে হবে।
advertisement
7/9
পঞ্চম ধাপ, এবার ইউজার সহজেই ক্যামেরার সামনে যে কোনও ডকুমেন্টস স্ক্যান করতে পারবেন। এই স্ক্যানারের গুণমান যে কোনও থার্ড পার্টি অ্যাপের থেকে অনেক ভাল।
advertisement
8/9
ডকুমেন্ট স্ক্যানারের মতো এই অ্যাপ দিয়েও স্ক্যান করা যায়: ডকুমেন্ট স্ক্যান করার জন্য ক্যামেরা বা ডকুমেন্ট স্ক্যানারের পরিবর্তে নোট অ্যাপও ব্যবহার করা যায়। এটাও আইফোনে থাকে। যদি না থাকে তাহলে অ্যাপ স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করা যায়।
advertisement
9/9
নোট অ্যাপ খুলে আলত করে চেয়ে থাকলেই অনেকগুলো অপশন চলে আসবে। এর মধ্যে রয়েছে ‘স্ক্যান’ অপশনও। তাতে ক্লিক করলেই ইউজার যে কোনও ডকুমেন্টস খুব সহজেই স্ক্যান করতে পারবেন।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
iPhone Documents Scanner: আইফোনের এই গোপন অ্যাপটির কথা জানতেন? আজই জানুন এর ব্যবহার, কোথায় পাওয়া যায় দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল